ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ বিকাল ৫:১৩

 নওগাঁর মান্দায়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়দানকারী কয়েকজন প্রতিনিধির বিরুদ্ধে  সড়ক ও জনপথের (সওজ) জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়দানকারী মান্দা উপজেলার আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে ফেরিঘাট নামক স্থানের পূর্ব অংশে কিছু জমি দখল রেস্টুরেন্ট গড়ে তুলেছেন।এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি  সৃষ্টি হয়েছে। 

অভিযুক্তরা হলেন,মান্দা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  পরিচয়দানকারী প্রতিনিধি রিপন ,ফাইম ও সজিব।  

 স্থানীয়দের অভিযোগ সূত্রে জানাগেছে, রিপন,ফাইম ও সজিব বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পরিচয়ে সড়ক জনপদের কোটি টাকা মূল্যের জায়গা দখল করে রেস্টুরেন্ট তৈরি করেছেন। নব্য রেস্টুরেন্টের উদ্বোধন করে দিয়েছেন সদ্য বদলী হয়ে যাওয়া  ইউএনও শাহ আলম মিয়া। গত ১৪ জুলাই "মান্দা রিভার কোর্ট" নামে রেস্টুরেন্টের  "নেম ফলক" তৈরি করে এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী নেমফলকে প্রধান অতিথি হিসাবে দেখা গেছে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়ালকে। তবে গত ১৪জুলাই জেলা প্রশাসক আব্দুল আউয়াল মান্দাতে আসলেও বিতর্কিত "রিভার কোর্ট" রেস্টুরেন্ট উদ্বোধন করেননি।

স্থানীয়রা আরো জানান,মান্দার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের তিন প্রতিনিধি এই রেস্টুরেন্টের মালিক। তাদের বাড়ি মান্দা উপজেলায় হলেও তারা এখানে থাকেনা। আমরা শুনেছি তারা আগামী ১শত বছরের জন্য সওজের কাছ থেকে এটি লিজ নিয়েছেন।  তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা বৈষম্য বিরোধী সংগঠনের অন্য নেতারা এর নিন্দা জানিয়েছেন। 
শুধু জমি দখল করে খ্যান্ত হয়নি তারা।  নওগাঁ রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রিজের সাইড ওয়াল কেটে রেস্টুরেন্টে নামার রাস্তা তৈরি করেছেন। ফলে ঝুঁকিপূর্ণ হয়েছে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট নামক স্থানের কোটি টাকার ব্রিজটি।
 নিয়ম ভেঙে ব্রিজের মাথায় রেস্টুরেন্টে উঠা থামার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। যার কারণে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দানকারী প্রতিনিধি রিপন ও ফাইম মোবাইল ফোনে বলেন,আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করেছি। 
ইউএনও স্যার আমাদের রেস্টুরেন্টটি উদ্বোধন করে দিয়েছে। বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যুক্ত আরেকজন সহযোগি রেস্টুরেন্ট মালিক ফাইম বলেন, মান্দা উপজেলা সওজ অফিসের নিকটেই আমাদের রেস্টুরেন্ট।  সওজের কর্মকর্তারা যদি অনুমতি না দেয়, তাহলে আমরাতো পাকা ঘর নির্মাণ করতে পারতাম না। 
মান্দার সকল অফিসারসহ বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এ বিষয়টি জানেন। একপর্যায়ে ফাহিম সাংবাদিকের উপর উত্তেজিত হয়ে যান।  

মান্দা উপজেলা বৈষম্য বিরোধী সংগঠনের প্রতিনিধি শামীমা আক্তার সাথী,জাকারিয়া সহ কয়েকজন বলেন, আমরা বৈষম্য বিরোধী সংগঠন থেকে কোন রেস্টুরেন্ট লিজ নেইনি। এমনকি উদ্বোধনের আগে জায়গা নেওয়ার বিষয়ে আমরা কিছুই জানিনা। রিপন,ফাইম ও সজিব সংগঠনের ইমেজকে কাজে লাগিয়ে সদ্য বদলীকৃত ইউএনও শাহ আলম স্যারের মাধ্যমে সড়ক ও জনপদের জায়গা তাদের নামে সুকৌশলে দখল করেছে।  এভাবে সরকারি জায়গা দখল করে রেস্টুরেন্ট করার কারণে আমাদের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে।

এ কারণে আমাদেরকে সর্বমহলের কাছে অনেক কথা শুনতে হচ্ছে। রেস্টুরেন্ট উদ্বোধন আগে তারা আমাদের ম্যাচেনজার গ্রুপে শুধু একটা ম্যাচেজ দিয়েছিল। তারা কিভাবে  ইউএনও স্যারের কাছ থেকে রেস্টুরেন্ট উদ্বোধন করে নিয়েছে সেটা জানা নেই।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মান্দা প্রতিধিনি হিসেবে আমরা অবগত না।

মান্দার দ্বায়িত্বে থাকা নওগাঁ সড়ক ও জনপদের উপ-প্রকৌশলী নূর আলম সিদ্দিক বলেন, রেস্টুরেন্ট করার জন্য সড়ক ও জনপদ কাউকে লিজ দেওয়া হয়নি। তবে জায়গাটির জন্য একটি আবেদন দেওয়ার কথা কিন্তু এখনো দেয়নি। তবে সড়ক ও জনপদের জমি কেউ অবৈধভাবে দখল করে দিতে পারে না। যদি অবৈধভাবে দখল করে রেস্টুরেন্ট তৈরি করা হয় তাহলে, তাহলে  নোটিশ করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পরে জয়গাটি ফাঁকা না হলে ডিসি স্যারের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন,ফেরিঘাট "মান্দা রিভার কোর্ট" রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য নেম ফলকে আমার নাম ব্যবহার করা হয়ে থাকলেও সে বিষয়ে আমি অবগত না।

এমএসএম / এমএসএম

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নেন্টু গ্রেফতার