পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকারের বিরুদ্ধে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩২টি রাজনৈতিক মিথ্যা মামলা নথিভুক্ত না করার অভিযোগ উঠেছে পাবনা জেলা বিএনপির কিছু নেতার বিরুদ্ধে। ষড়যন্ত্র দাবি করে তার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করা হয়। এর আগে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির ষড়যন্ত্রকারী ও কুচক্রী কিছু নেতার বহিষ্কার ও শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ঈশ্বরদীতে বিগত স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সর্বাধিক মামলা ও হামলার শিকার হয় বিএনপিসহ অসংখ্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিগত ২০০৯ সাল হতে ২০২৪ পর্যন্ত স্বৈরাচার হাসিনা সরকারের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা নথিভূক্ত করার আহবান জানান।
কেন্দ্রীয় বিএনপি স্ব-স্ব উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার তালিকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেয়। সেই অনুযায়ী ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত ৩২টি রাজনৈতিক মামলা হিসেবে নথিভূক্ত করে পাবনা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদেও দেন। অথচ পাবনা জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলো আদালতে নথিভূক্ত হলেও, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলো একটিও নথিভুক্ত করা হয়নি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ কিছু নেতার ষড়যন্ত্রে রাজনৈতিক মামলাগুলো নথিভূক্ত করা হয়নি। উপরোক্ত মামলাগুলো নথিভুক্ত না হাওয়ার বিষয়ে অবগত হওয়ার পরে তাদের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দেননি। এমন কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুজ্জোহা পিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান স্বপন, আনোয়ার হোসেন জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ’নথি দিলে তালিকাভূক্ত হবার কথা। ভুলবশত না হয়ে থাকলে সেটি আমরা আবার দেখবো। তালিকাভূক্তির ব্যবস্থা করবো। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।’
এমএসএম / এমএসএম

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্থানীয় যুবকের সাহসিকতায় পিরোজপুরে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

সিংড়ায় কোমর পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা, বই-খাতা ভিজে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহে গণেশ পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে
