বিরামপুরে সরকারি ঘর দেয়ার নামে দরিদ্র মোরজিনার টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে

সরকারি ঘর দেয়ার নামে অসহায় হতদরিদ্র মোরজিনা বেগমের ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন। এনজিওর কিস্তি আর ধারদেনা করে এই টাকা জোগাড় করেন মোরজিনা বেগম। এখন পাওনা টাকা আদায় করতে হিমশিম খাচ্ছেন তিনি। মোরজিনা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের আবু সাইদের স্ত্রী। ঘরে তার দুই মেয়ে আর এক ছেলে রয়েছে।
জানা গেছে, স্বামী আবু সাইদ অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। বহু কষ্টে ছেলে-মেয়েদের বড় করছেন তিনি। বড় মেয়ে বিয়ের উপযুক্ত হলেও অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না। কয়েক শতক জায়গার ওপর মোরজিনার একটি ছোট কুঁড়েঘর রয়েছে। স্বামীহারা সন্তানদের নিয়ে এই কুঁড়েঘরে তার কষ্টের বসবাস। অল্প একটু ঝড়-বৃষ্টি হলেই তার ঘর নড়বড় করে, প্রতিনিয়ত ছেলে-মেয়েদের নিয়ে আতঙ্কে থাকতে হয় তাকে।
অনেক আশা সরকারের দেয়া পাকা বাড়িতে ছেলে-মেয়েদের নিয়ে নিরাপদে বসবাস করবেন মোরজিনা। তাই মানুষের কাছ থেকে ধারদেনা আর এনজিও থেকে লোন নিয়ে ৪০ হাজার টাকা জোগাড় করে স্থানীয় চেয়ারম্যানের কাছে পাঠান। কিন্তু আশায় বুক বাঁধলেও আজও তার আশা পূরণ করেননি চেয়ারম্যান নাজির হোসেন। তবুও আশা আর স্বপ্ন দেখা ছাড়েননি এই অসহায় গরিব মোরজিনা বেগম। এখনো তাকে দেখা যায় কাটলা ইউনিয়ন পরিষদে স্বপ্নে দেখা ঘরের খোঁজে।
কাটলা ইউনিয়ন পরিষদ চত্বরে দেখা হয় ভুক্তভোগী মোরজিনা বেগমের সাথে। তিনি বলেন, ‘হারা গরিব মানুষ, স্বামী নাই, অনেক কষ্ট করে ছোলপল মানুষ করুছু। ঘরদুয়ার নাই, চেয়ারম্যান মোক সরকারি ঘর করে দিবি। এই তঙ্কে চেয়ারম্যানের শালা শহিদুলের হাতে চায়েমাঙ্গে ৪০ হাজার টাকা চেয়ারম্যান নাজিরের কাছে দেউ। চেয়ারম্যান মোক কইছিলো তোমার কাগজপাতি সব হয়ে গেইছে, এক সপ্তাহের মধ্যে কাজ হবে। তিন বছর হলো, কিন্তু আজ পর্যন্ত চেয়ারম্যান মোর ঘরের ব্যবস্থা করে দিলি না। মোর মতো গরিব মানুষক, আর কত কষ্ট করবা নাগবে?’
টাকা নিয়ে মোরজিনাকে ঘর কেন দিচ্ছেন না- এমন প্রশ্ন করলে ইউপি চেয়ারম্যান নাজির হোসেন মুঠোফোনে বলেন, আমি তার কাছ থেকে কোনো টাকা নেইনি। এগুলো মিথ্যা এবং বানোয়াট।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, আমি এ বিষয়ে অবগত নই এবং কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে আমি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।
এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
