ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিরামপুরে সরকারি ঘর দেয়ার নামে দরিদ্র মোরজিনার টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ২:৩১

সরকারি ঘর দেয়ার নামে অসহায় হতদরিদ্র মোরজিনা বেগমের ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন। এনজিওর কিস্তি আর ধারদেনা করে এই টাকা জোগাড় করেন মোরজিনা বেগম। এখন পাওনা টাকা আদায় করতে হিমশিম খাচ্ছেন তিনি। মোরজিনা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের আবু সাইদের স্ত্রী। ঘরে তার দুই মেয়ে আর এক ছেলে রয়েছে।

জানা গেছে, স্বামী আবু সাইদ অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। বহু কষ্টে ছেলে-মেয়েদের বড় করছেন তিনি। বড় মেয়ে বিয়ের উপযুক্ত হলেও অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না। কয়েক শতক জায়গার ওপর মোরজিনার একটি ছোট কুঁড়েঘর রয়েছে। স্বামীহারা সন্তানদের নিয়ে এই কুঁড়েঘরে তার কষ্টের বসবাস। অল্প একটু ঝড়-বৃষ্টি হলেই তার ঘর নড়বড় করে, প্রতিনিয়ত ছেলে-মেয়েদের নিয়ে আতঙ্কে থাকতে হয় তাকে।

অনেক আশা সরকারের দেয়া পাকা বাড়িতে ছেলে-মেয়েদের নিয়ে নিরাপদে বসবাস করবেন মোরজিনা। তাই মানুষের কাছ থেকে ধারদেনা আর এনজিও থেকে লোন নিয়ে ৪০ হাজার টাকা জোগাড় করে স্থানীয় চেয়ারম্যানের কাছে পাঠান। কিন্তু আশায় বুক বাঁধলেও আজও তার আশা পূরণ করেননি চেয়ারম্যান নাজির হোসেন। তবুও আশা আর স্বপ্ন দেখা ছাড়েননি এই অসহায় গরিব মোরজিনা বেগম। এখনো তাকে দেখা যায় কাটলা ইউনিয়ন পরিষদে স্বপ্নে দেখা ঘরের খোঁজে। 

কাটলা ইউনিয়ন পরিষদ চত্বরে দেখা হয় ভুক্তভোগী মোরজিনা বেগমের সাথে। তিনি বলেন, ‘হারা গরিব মানুষ, স্বামী নাই, অনেক কষ্ট করে ছোলপল মানুষ করুছু। ঘরদুয়ার নাই, চেয়ারম্যান মোক সরকারি ঘর করে দিবি। এই তঙ্কে চেয়ারম্যানের শালা শহিদুলের হাতে চায়েমাঙ্গে ৪০ হাজার টাকা চেয়ারম্যান নাজিরের কাছে দেউ। চেয়ারম্যান মোক কইছিলো তোমার কাগজপাতি সব হয়ে গেইছে, এক সপ্তাহের মধ্যে কাজ হবে। তিন বছর হলো, কিন্তু আজ পর্যন্ত চেয়ারম্যান মোর ঘরের ব্যবস্থা করে দিলি না। মোর মতো গরিব মানুষক, আর কত কষ্ট করবা নাগবে?’

টাকা নিয়ে মোরজিনাকে ঘর কেন দিচ্ছেন না- এমন প্রশ্ন করলে ইউপি চেয়ারম্যান নাজির হোসেন মুঠোফোনে বলেন, আমি তার কাছ থেকে কোনো টাকা নেইনি। এগুলো মিথ্যা এবং বানোয়াট। 

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, আমি এ বিষয়ে অবগত নই এবং কেউ ‍আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে আমি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

এমএসএম / জামান

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি