ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১-২০২৫ রাত ৯:২৩

‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। 
সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মার্সেলের ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে চলতি বছর উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান, লিফটসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও  ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রী বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্সেল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে চলতি বছরেও মার্সেল পণ্য বিক্রয়ে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহক চাহিদার শীর্ষে আসার প্রত্যয় ব্যক্ত করেন ডিস্ট্রিবিউটরগণ। 
বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। 
সামিটে দেশজুড়ে মার্সেল ব্র্যান্ডের প্রায় ৬’শ ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধিগণ ও কর্মকর্তাগণ অংশ নেন। এতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত বাজার গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগি ব্যবসায়িক কলাকৌশল নির্ধারণের বিষয়ে ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।  
সামিটে আগত ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়ে মার্সেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এয়ার কন্ডিশনারের এক নতুন সিরিজ উদ্বোধন করে কর্তৃপক্ষ। মার্সেল এসির নতুন এই সিরিজের নাম দেয়া হয়েছে মারলিন। শুধুমাত্র মার্সেল ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ডিজাইনে মারলিন সিরিজের এসির মডেলগুলো উৎপাদন করা হয়েছে। মার্লিন সিরিজের আওতায় ইনভার্টার টেকনোলজির ১টন, ১.৫ টন ও ২টনের এসি বাজারে ছাড়া হয়েছে। মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি ব্যবহার করার মারলিন সিরিজের এসি হবে অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। এছাড়াও মার্সেলের নতুন এই সিরিজের এসির মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ফ্রস্ট ক্লিন, কিড কুলিং এর মত সর্বাধুনিক ফিচার। 
মার্সেল ডিস্ট্রিবিউটর সামিটে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উত্তর জোনের ইনচার্জ কুদরত-ই খুদা ও দক্ষিণ জোনের ইনচার্জ নূরুল ইসলাম রুবেলসহ প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। সামিটের সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’।

এমএসএম / এমএসএম

ইউনিয়ন ব্যাংকে রয়েছে আকর্ষণীয় বিশেষ আমানত প্রকল্প

বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের খেলাপিঋণ পরিশোধের অনুরোধ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা স্থানান্তরিত

ইউনিয়ন ব্যাংকে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জোর তৎপরতা

অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে: খাদ্যসচিব

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এ বিসিকের প্রথম পুরস্কার অর্জন

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে মোহাম্মদ ইকবালের যোগদান

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

রূপায়ন সিটি ও কুপার্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৭তম সভা অনুষ্ঠিত

শরীয়াহ্ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর