ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে শ্রমিক-কর্মচারীদে নিয়ে সিলভার লাইন গ্রুপের পিঠা উৎসব


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-১-২০২৫ রাত ৮:১৮

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানার সকল কর্মচারী-কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে তিন দিনব্যাপী জমকালো এক পিঠা উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এইচ. সেলিম।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থিত সিলভার লাইন গ্রুপের চারটি পোশাক কারখানার শ্রমিকদের বানানো দুই শতাধিক স্টলে বাহারি রকমের পিঠা নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী এ পিঠা উৎসব পালন করা হয়। উৎসবটি সিলভার লাইন গ্রুপের ফ্যাক্টরি ৪ ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার সমারোহে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলভার লাইন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সামিত হাসান, ডাইরেক্টর সাহারা সেলিম।

সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এইচ. সেলিম বলেন, "আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করি, এই আয়োজন সবার কাছে আনন্দদায়ক হবে।"

জানা গেছে, সিলভার লাইন গ্রুপ তাদের কারখানার ৮ হাজারেরও অধিক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকবৃন্দ এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে। যারা পোশাক কারখানায় কাজ করে অধিকাংশ লোকজনই বাঙালির ঐতিহ্যের উৎস বা দিবস কর্মের চাপে পালন করতে পারেনা। তাদের কথা চিন্তা করেই মালিক পক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করেছে। 

এ দিকে কারখানার শ্রমিকরা মহাখুশি মালিক পক্ষ তাদেরকে নিয়ে পিঠা উৎসবের আয়োজন করায়। শ্রমিকরা জানিয়েছেন, তাদের বানানো পিঠা দিয়েই পিঠা উৎসবের আয়োজনের কথা আগে কোথাও শোনেননি। এ জন্য তারা মালিকের প্রতি বেশি খুশি। 

কারখানার নারী শ্রমিক দিপু আক্তার বলেন, আমাদের পিঠা উৎসবে অর্ধশতাধিক প্রকারের পিঠা প্রদর্শন করা হয়েছে। এত পিঠা একসাথে জীবনেও দেখি নাই, খাওয়াতো দূরের কথা অনেক পিঠার নাম আজই প্রথম শুনলাম। আমার অনেক ভালো লেগেছে। শ্রমিকদের জন্য এ ধরনের উৎসব প্রতি বছর কারখানা কর্তৃপক্ষ পালন করলে সবাই অনেক খুশি হবে। 

কারখানার আরেক শ্রমিক রাকিব জানান, পিঠা উৎসবের আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা কর্ম ব্যস্ততার কারণে পিঠা উৎসব পালন করতে পারি না। এ জন্য জাতীয় উৎসবের একটু আনন্দ উপভোগ করার জন্য এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য শ্রমিকদের কাছে তুলে ধরতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সকলকে এই উৎসবে অংশগ্রহণের জন্য গ্রুপের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি