ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেরত আসল দুটি পণ্যবাহী বোট, আরাকান আর্মি হেফাজতে আরো একটি বোট


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৫ রাত ১০:১৩

চারদিন পর মিয়ানমারের বিদ্রোহী গোষ্টী আরাকান আর্মির হেফাজত থাকা দুটি পণ্যবাহী কার্গো বোট কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ফেরত এসেছে। তবে এখনো পণ্যবাহী আরো একটি বোট ছেড়ে দেয়নি আরাকান আর্মি। ফলে এখনো উদ্বিগ্ন ব্যবসায়ীরা।    

সোমবার সকাল ১০টায় আটক কার্গোর মধ্য দুটি বোট বাংলাদেশ-মিয়ানমার নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌছে। তবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরো একটি পণবাহী বোট আরাকান আর্মির হেফাজতে রয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী তিনটি কার্গো বোট এখনো ছেড়ে দেয়নি দেশটির এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। ফেরত আসা দুটি বোটে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল রয়েছে। সেগুলো বন্দরের কার্যক্রম শেষে খালাসের প্রস্তুতি চলছে। 

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী কার্গো বোট ঘাটে পৌছেছে। এখনো আরো একটি পণ্যবাহী বোট তাদের হেফাজতে রয়েছে। ফেরত আসা বোট দুটির কার্যক্রম শেষে মাল খালাসের প্রক্রিয়া শুরু হবে।’

জানতে চাইলে টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘তল্লাশি নামে চারদিন পর দুটি পণ্যবাহী কার্গো বোট ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। এখনো আরো একটি পণ্যবাহী বোট সেখানে রয়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা টেকনাফ ব্যবসা গুটিয়ে নিবে। ব্যবসায়ীরা যাতে নির্বিগ্নে ব্যবসা করতে পারে সেজন্য সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।’ 

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছে, দেড় মাস পর গত শনিবার ইয়াংগুন থেকে কয়েকজন ব্যবসায়ীর পণ্যবাহী কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় নাফ নদের মোহনায় সে দেশের জলসীমানায় নাক্ষ্যংকদিয়া নামক এলাকায় তল্লাশির নামে পণ্যবাহী তিনটি আটকে দেয় আরাকান আর্মি। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারি, কপিসহ ৫০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। এসব পণ্য স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলী, ওমর ফারুক, মো.আয়াছ, এমএ হাসেম, মো. ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর সাদ্দামসহ অনেকের। সর্বশেষ সোমবার দুটি পণ্যবাহী বোট ফেরত এসেছে। সেখানে ২৭ হাজার ২২২ বস্তা মালামাল রয়েছে। 

এ বিষয়ে আমদানি কারক কায়েছ এন্টার প্রাইজের মালিক নুরুল কায়েছ সাদ্দাম বলেন, ‘আরাকান আর্মির হাত থেকে দুটি পণ্যবাহী কার্গো বোট ফেরত এসেছে। আরো একটি বোট তাদের হেফাজতে রয়েছে। আমাদের সেখানে বিভিন্ন পণ্য রয়েছে। এমনিতে রাখাইনে যুদ্ধের পর আমাদের ব্যবসা বন্ধ রয়েছে। তার উপর এ ধরনের ঘটনা ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। ফলে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবার এগিয়ে আসা উচিত।’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘পণ্যবাহী দুটি বোট ফেরত এসেছে। এ বিষয়ে আরো খোজ খবর নেওয়া হচ্ছে।’

এমএসএম / এমএসএম

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত