ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন

বর্তমান বিশ্বে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোনকে তাই আরও সহজলভ্য করতে এবং সবার হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পে’র সাথে অংশীদারিত্ব করেছে। এটি ইনফিনিক্সের অত্যাধুনিক প্রযুক্তিকে পাম পে’র উদ্ভাবনী আর্থিক সমাধানের সঙ্গে যুক্ত করেছে, যা ডিজিটাল বৈষম্য কমাতে এবং লাখো মানুষকে আধুনিক সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে।
পাম পে ও ইনফিনিক্স-এর এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন থেকে কোন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন। এই অংশীদারিত্ব সীমিত আয়ের মানুষদের বিশেষ সুবিধা দেবে। বিশেষ করে, যাদের পক্ষে এককালীন বড় অঙ্কের টাকা যোগাড় করে পছন্দের স্মার্টফোন কেনাটা বেশ কষ্টসাধ্য, তাদের জন্য এই উদ্যোগ একটি আশীর্বাদ। কেননা পাম পে’র উন্নত ও ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম গ্রাহকদের নিরাপদ কিস্তির সুযোগ প্রদান করে; যা ইনফিনিক্সের গ্রাহকদের উন্নত মোবাইল প্রযুক্তি সহজলভ্য করার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।
স্বপ্ন পূরণে সহজ কিস্তি
দৈনন্দিন কর্মজীবন, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি বা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট- সব কাজেই একটি দরকার একটি ভালো ডিভাইস। তবে এককালীন অর্থপ্রদানের আর্থিক চাপে দামি স্মার্টফোন কেনা অনেকের জন্য একটি চ্যালেঞ্জ। ইনফিনিক্স ও পাম পের এই অংশীদারিত্ব এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করছে, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত কিস্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের প্রযুক্তির সঙ্গে জীবনমান উন্নত করার সুযোগ দিচ্ছে।
যেভাবে কিস্তিতে স্মার্টফোন কিনবেন
খুব সহজেই গ্রাহকরা ঝামেলা ছাড়া স্মার্টফোন কিনিতে পারবেন। যেমন- দশ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের প্রাথমিকভাবে মাত্র ২, ৫০৫ টাকা প্রদান করতে হবে। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ- ২ হাজার টাকা; এককালীন সদস্য ফি ২৫ টাকা; প্রসেসিং ফি (ঋণের পরিমাণের ১ শতাংশ) ৮০ টাকা এবং নিরাপত্তা জামানত (মোট মূল্যের ৫ শতাংশ) ৪০০ টাকা; যা শেষ কিস্তিতে সমন্বয় হবে।
বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ, ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১,৪৯৪ টাকা এবং শেষ কিস্তি, নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে হবে ১,০৯৪ টাকা। এই ব্যবস্থায় গ্রাহকরা কোন প্রকার লুকায়িত খরচ ছাড়াই আর্থিক নমনীয়তা উপভোগ করতে পারবেন।
যেভাবে সুবিধা গ্রহণ করবেন
এই সুবিধা ভোগ করতে গ্রাহকদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি; মোবাইল নম্বর; অফিসের আইডি কার্ড; জামিনদারের এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে।
সীমিত আয়ের মানুষের জন্য প্রতিবন্ধকতা দূর করা
ইনফিনিক্স ও পাম পের এই উদ্যোগ ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা দূর করবে। বিশেষ করে যারা শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিত্যদিনের যোগাযোগের জন্য যারা বাজেটের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না; তাদের জন্য এটি বিশেষ সুযোগ। একইসঙ্গে এটি ইনফিনিক্স ও পাম পের প্রযুক্তির ব্যবহারযোগ্যতা বাড়ানোর প্রতিশ্রুতির প্রমাণ। গ্রাহকরা তাদের নিকটস্থ ইনফিনিক্স স্টোর বা অনুমোদিত বিক্রেতার কাছে গিয়ে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
এমএসএম / এমএসএম

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল
