২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার

শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ সম্প্রতি, ডিভাইসকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে ওয়াদার সাথে অংশীদারিত্ব করেছে। অনার বাংলাদেশ এর সকল ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবার ওয়াদার সাথে এই অংশীদারিত্ব ব্যবহারকারীর জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ অফার নিয়ে এসেছে।
রাজধানীর অটোগ্রাফ টাওয়ারে অবস্থিত ওয়াদার অফিসে সম্প্রতি আনন্দপূর্ণ পরিবেশে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন ও ওয়াদার চিফ মার্কেটিং অফিসার শেখ খালিদুজ্জামান।
এসময় আয়োজনে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের এজিএম আবু দুজানা (সুজন), মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার মো. ফারুক রহমান এবং ওয়াদার বিজনেস ডেভেলপমেন্ট লিড মির্জা রাশেদ নেওয়াজ।
এই অংশীদারিত্বের মাধ্যমে অনারের ক্রেতারা তাদের ডিভাইসে ২ বছরের বাড়তি ওয়ারেন্টি ও দুর্ঘটনাজনিত ক্ষতির ক্ষেত্রে স্ক্রিন প্রোটেকশন সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতাদের ভরসার প্রতীক হয়ে ওঠার ক্ষেত্রে অনারের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এ উদ্যোগ। এতে করে ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের আস্থা আরও সুদৃঢ় হবে।
ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা আমাদের ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চাই। সেরা অফারের মাধ্যমে ক্রেতাদের অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াদার সাথে এই অংশীদারিত্বের মধ্য দিয়ে আমরা ক্রেতাদের জন্য বিশ্বমানের ডিভাইস সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে চাই; যা অনারকে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলবে।”
এ বিষয়ে ওয়াদার চিফ মার্কেটিং অফিসার শেখ খালিদুজ্জামান বলেন, “অনার বাংলাদেশের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এই অংশীদারিত্বের মাধ্যমে ক্রেতাদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা আমাদের অভিন্ন লক্ষ্য পূরণের ক্ষেত্রে সহায়ক হবে।”
অফিসিয়ালি কেনা সকল অনার স্মার্টফোনের জন্য এই বাড়তি ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা প্রযোজ্য হবে। এর ফলে ক্রেতাদের জন্য বিক্রয়-পরবর্তী সেবা দীর্ঘমেয়াদে নিশ্চিত করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’

অবকাঠামো নির্মাণে ৯৫ ভাগ ক্ষেত্রে বায়ুদূষণ বিধিমালা পালন করা হচ্ছে না, প্রকল্পকে জরিমানা জরুরি

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
