শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে নানা অনিয়ম অব্যাহত
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো: জিল্লুর রহমানের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ তার কার্যালয়ের অধীনস্থদের সমণ¦য়ে একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে নানা অনিয়ম অব্যাহত থাকায় সংশ্লিষ্ট ঠিকাদারেরা প্রতিকারের জন্য অবহিত করে অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন করেছেন।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, নির্বাহী প্রকৌশলী তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, উপ- সহকারী প্রকৌশলী আল মামুন ও আরাফাতুল ইসলাম, হিসাবরক্ষক রকিব উদ্দিনের সমণ¦য়ে গড়ে তোলা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে কাজের মান খারাপ বলে অর্থ বানিজ্য করে আসছেন। ঠিকাদারদের কাছ থেকে দাবীকৃত অর্থ না পেলে কাজ বন্ধ করে দেয়া ও সংশোধিত প্রাক্কলনের অর্থ কমিয়ে দেয়া হয়। আসাদুজ্জামাসন ও মামুন ঠিকাদারদের সামনে দম্ভ করে বলেন,”আমাদের হাত অনেক লম্বা, আমাদের উপর উর্ধ্বতনদের আশির্বাদ রয়েছে। আমাদের বিরুদ্বে অভিযোগ করে কোন লাভ হবে না।”
এমএসএম / এমএসএম