ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরে তাজউদ্দিন হাসপাতালে যুবলীগ নেতাকে টেন্ডার দেওয়ার পয়তারা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-১-২০২৫ বিকাল ৫:৩০

গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার কমিটির বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে পছন্দের ঠিকাদার দুই যুবলীগ নেতার চারটি ফার্মকে কাজ পাইয়ে দেওয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে। চল্লিশ লাখ মানুষের সরকারি চিকিৎসা কেন্দ্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালটি চালুর পর থেকেই বিভিন্ন অনিয়ম ও ঘুস-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পুরো হাসপাতালে নোংরা পরিবেশ, রোগীর চিকিৎসায় অবহেলা, রোগীর স্বজনদের মারধর, লিফট আটকে রোগীর মৃত্যুসহ আরো অনেক অনিয়মে জর্জরিত এই হাসপাতাল।

সম্প্রতি গত ১২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে হাসপাতালের বিভিন্ন চাহিদার বিপরীতে পাঁচটি প্যাকেজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, নিয়ম অনুযায়ী ৫টি সিডিউল বিক্রি হয়। এর মধ্যে ৬ জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে কয়েকটি কোম্পানি দরপত্রটি দাখিল করে। পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন হয়। কমিটির সভায় এক চিকিৎসকের পছন্দের প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়ার পায়তারা চলছে। কমিটির আহ্বায়ক হাসপাতালের উপ পরিচালক ডা. মো: জাহাঙ্গীর আলম। পরে সভায় মূল্যায়ন কমিটি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মো: আমজাদ হোসেন পলাশের মেসার্স মিয়া এন্টারপ্রাইজ, তার স্ত্রী' রোকসানা আক্তারের মেসার্স আশা টেডার্স, আরেক যুবলীগ নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তানভীর আহমেদ সিদ্দিকীর মেসার্স সিদ্দিকী এন্টারপ্রাইজ ও তার স্ত্রী রাশিদা আক্তারের মেসার্স তুলক এন্টারপ্রাইজকে কাজ দেওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।

আরো জানা যায়, গত ১৪ অক্টোবর কয়েকটি পত্রিকায় হাসপাতালের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, 'শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন আউটসোর্সিং কর্মচারী নেওয়া হবে। এরজন্য প্রকৃত ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করা যাচ্ছে।' বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫৫টি টেন্ডার জমা পড়ে। হাসপাতালের জনবল নিয়োগের টেন্ডার কমিটি 'বিএসএস সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড'কে কাজ দেয়। দরপত্র আহ্বান ও টেন্ডার যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি সার্জারি বিভাগের প্রধান মোহাম্মদ খলিলুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক মূল্যায়ন কমিটির এক সদস্য জানান, যারা টেন্ডার জমা দিয়েছে তাদের কয়েকজনের ট্রেজারি চালানের কপি না থাকা, ২৪-২৫ অর্থ বছরের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ও সিডিউল পূরণ না করার অভিযোগ তোলা হয়। কয়েকজন সদস্য নিজেদের পছন্দের ব্যাক্তি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে যা খুশি তাই করতে চাচ্ছেন। যা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী'রা জানান, টেন্ডার মূল্যায়ন কমিটির সদস্য যারা আছেন তারা কয়েকজন যোগসাজশে বিগত সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতাদের চারটি ফার্ম কে কাজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এরাই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করে লুটপাট করে খেয়েছে। আবারো তাদের কাজ দেওয়ার জন্য হাসপাতালের কয়েকজন বাকিদের ম্যানেজ করার চেষ্টা করছে। 

এ বিষয়ে স্থানীয় একাধিক ঠিকাদার বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে চারটি ফার্ম এই ১৭ বছরে মেডিকেল লুটপাট করে খেয়েছে। এখানে অন্য কাউকে কোন টেন্ডার দিতে দেয়নি। ওদেরই চারটি ফার্ম দিয়ে টেন্ডার গুলো নিয়েছে। অন্য কোন ফার্ম কে সিডিউল কিনতে দেইনি, কোনভাবেই কিনলেও তা জমা দিতে দেয়নি। এখানে সম্পূর্ণ ইনজাস্টিস হয়েছে। তারা প্রভাব খাটিয়ে কাজ নিয়েছে, বাজার রেট যা ছিলো তার চেয়ে ডাবল রেট দিয়ে লুটপাট করে খেয়েছে। জেলের ছেলে মাছ বিক্রি করে চলতো তানভীর সিদ্দিকী। এখন অঢেল সম্পদের মালিক তানভীর। অপর ঠিকাদার আমজাদ হোসেন পলাশের বাবা গাজীপুর সিভিল সার্জন অফিসের কর্মচারী ছিলো, টং দোকানে চা বিক্রি করতো। এখন তার পরিবার ফুলিয়ে ফাঁপিয়ে ছয়তলা বাড়ি'সহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। আমাদের এই হাসপাতালে কোন অন্যায়, অনিয়ম, অবিচার, জুলুম হোক এটা আমরা চাই না।

মেসার্স মিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমজাদ হোসেন পলাশের সঙ্গে এ বিষয়ে  যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত ফোন নাম্বারটি বন্ধ রয়েছে। 

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো: জাহাঙ্গীর আলম বলেন, আমার নিজের কোন লোক নেই, আমি শ্রীপুরের মানুষ। আমার কাছে মানুষ আসছে, আমি ফিরিয়ে দিয়েছি। এটা কন্ট্রাকটরদের বিষয়, এটাতে আমি জড়াবো না। এখানে ৫১ টি কোম্পানি টেন্ডার জমা দিয়েছে, এদের মধ্যে অনেকেরই কাগজের ভুল ছিল। সার্কুলারে ছিল এমন প্রয়োজনীয় কাগজ ছিল না।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মো: আমিনুল ইসলাম বলেন, আমরা যখন প্রথম আউটসোর্সিং এর টেন্ডার কল করলাম তখন ৯০ প্লাস সিডিউল বিক্রি হয়েছে। সেখান থেকে বিধি মোতাবেক যে যেই কাজ পায়, সে সেই কাজ পেয়েছে। এখন আইন আদালত যেখানে যাও কোন সমস্যা নেই। এবার সেকেন্ড টেন্ডারের ওটিএম করা হয়েছে, যার যার কেনার দরকার হয়েছে কিনেছে, এখানেও বিধি মোতাবেক যার কাজ পাওয়ার কথা, ইভালুয়েশন চলছে, সুপারিশ আসলে সে মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। তখন 'মেসার্স মিয়া এন্টারপ্রাইজ' নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আউটসোর্সিংয়ের মাধ্যমে ইলেকট্রেশিয়ান ২ জন, মালী ২ জন, কুক ৬ জন ও অনন্য পদে ৯৫ জনসহ ১০৫ জনকে নিয়োগ দেয়। ওই সময় চাকরি পাওয়ার জন্য তাদের প্রত্যেককেই কমবেশি ঘুস দিতে হয়েছে ওই প্রতিষ্ঠানকে। গত ৮ বছর কর্মীদের বেতন উঠানোর অ্যাকাউন্টের হিসাব বইয়ে স্বাক্ষর নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আটকে রাখত। তারা বেতনের পুরো টাকা তুললেও কর্মীদের আংশিক দিতো বলে অভিযোগ পাওয়া গেছে।

এমএসএম / এমএসএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ

জয়পুরহাট জেলা প্রশাসকের সহায়তায় মেডিকেল ভর্তি নিশ্চিত আশিক হাসানের

ডামুড্যায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কর্ণফুলীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ ব্যাংকারের বিরুদ্ধে

দাউদকান্দিতে ৮ ফেব্রুয়ারী বিএনপির জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবকটি পেট্রোল পাম্প বন্ধ

থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন দিলো আদালত

নোয়াখালীতে গুলি-ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি