জয়পুরহাট জেলা প্রশাসকের সহায়তায় মেডিকেল ভর্তি নিশ্চিত আশিক হাসানের
গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আশিক হাসানের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। তার ভর্তির এই খবর শুনে পাশে দাঁড়িয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।বিকেলে আশিক হাসানের হাতে ২০ হাজার টাকা চেক তুলে দেন জেলা প্রশাসক।
টাকার অভাবে আশিকের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু জেলা প্রশাসনের সহায়তায় তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভর্তি হতে পেরে অনেক খুশি আশিক হাসান।
আশিক হাসান বলেন, মেডিকেলে পড়ব সেই স্বপ্ন ছোট থেকেই ছিল।গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির জন্য চূড়ান্ত হলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। পরে জেলা প্রশাসন ভর্তির জন্য আর্থিকভাবে সহায়তা করেছে। যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, একজন ভালো চিকিৎসক হয়ে আমিও অন্যদের সহযোগিতা করব।
আশিক হাসানের বাবা রেজাউল ইসলাম বলেন, অভাবের সংসারে টানাপোড়েনের মাধ্যমে আশিককে পড়ালেখা করিয়েছি।
এমএসএম / এমএসএম