ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বশেমুরকৃবি’র শীর্ষস্থান অর্জন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-১-২০২৫ বিকাল ৬:২

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৫ এর লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) আবারো শীর্ষস্থান অর্জন করেছে। বুধবার টিএইচই’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী বশেমুরকৃবি বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটেগরিতে প্রথম স্থান এবং একই ক্যাটেগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম’র গৌরবময় অবস্থানে রয়েছে। 

প্রকাশিত লাইফ সায়েন্স র‌্যাঙ্কিং তালিকাটি পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান (যাতে জীববিজ্ঞান এবং বায়েকেমিস্ট্রি অন্তর্ভুক্ত), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান এ চারটি প্রধান শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এবারের র‌্যাঙ্কিংয়ে ৯৮টি দেশ ও অঞ্চল থেকে ১,১৪৩টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ৫টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে ১৮টি সুনির্দিষ্ট পারফরম্যান্স সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। ২০২৫ এ সাবজেক্ট র‌্যাঙ্কিংটি ১৫৭ মিলিয়ন সাইটেশন, ১৮ মিলিয়ন গবেষণা প্রকাশনা এবং বিশ্বব্যাপী ৯৩ হাজারের বেশি গবেষকের জরিপ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এ ১১টি সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ের মধ্যে বিশ্বে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষা, আইন এবং মনোবিজ্ঞানে প্রথম স্থান অধিকার করেছে। আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্ষেত্রে প্রথম স্থান লাভ করেছে, অন্যদিকে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি শারীরিক বিজ্ঞান ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে। আর বাকি দু’টি সাবজেক্ট কম্পিউটার সায়েন্স এবং চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 

এদিকে বশেমুরকৃবি’র এ বিরাট অর্জনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর পরিশ্রমের ফলেই এ ঈর্ষণীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভাইস-চ্যান্সেলর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৫’র টিএইচই বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়েও বশেমুরকৃবি জাতীয়ভাবে প্রথম স্থান দখল করেছিলো।

এমএসএম / এমএসএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ

জয়পুরহাট জেলা প্রশাসকের সহায়তায় মেডিকেল ভর্তি নিশ্চিত আশিক হাসানের

ডামুড্যায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কর্ণফুলীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ ব্যাংকারের বিরুদ্ধে

দাউদকান্দিতে ৮ ফেব্রুয়ারী বিএনপির জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবকটি পেট্রোল পাম্প বন্ধ

থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন দিলো আদালত

নোয়াখালীতে গুলি-ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি