বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা
বরিশাল জেলার বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নের মহের বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত ৩টায় ভরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষ্ণকাঠী সেনানিবাস সংলগ্ন মহের বাজারে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে চার পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টার দিকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, দোকান মালিক ইদ্রিসুর রহমান মুন্সী, সোহাগ মুন্সী, মাহবুব হাসান হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, ও অমল মিস্ত্রীর ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক বাবু পঙ্কজ কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন জোমাদ্দার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভরপাশা) মোঃ মাসুদ খান, ০২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল হাওলাদার, ০৬ নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মাহমুদ খান সুমন, যুবদল নেতা হাবিবুর রহমান হিরনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয়দের ও ক্ষতিগ্রস্তদের দাবি স্থানীয় প্রশাসনের ও সমাজের বিত্তবানদের প্রতি দ্রুত তদন্তপূর্বক অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য উদঘাটন করে ক্ষতিগ্ৰস্তদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
প্রতক্ষ্যদর্শীদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক বাবু পঙ্কজ কুমার দাস মন্তব্য করেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি কমানো যেত, তবে অন্তরায় হয়েছে যোগাযোগ ব্যবস্থা, কারণ বাজারে প্রবেশের আগে একটি বহু পুরাতন ও ক্ষতিগ্রস্ত আয়রন সেতুর কারণে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি তাই বাবু পঙ্কজ কুমার দাস সরকারের নিকট আবেদন জানিয়েছেন এই সংকট নিরসনের, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সকালের সময়কে জানিয়েছেন তিনি অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক