বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা
বরিশাল জেলার বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নের মহের বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত ৩টায় ভরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষ্ণকাঠী সেনানিবাস সংলগ্ন মহের বাজারে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে চার পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টার দিকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, দোকান মালিক ইদ্রিসুর রহমান মুন্সী, সোহাগ মুন্সী, মাহবুব হাসান হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, ও অমল মিস্ত্রীর ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক বাবু পঙ্কজ কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন জোমাদ্দার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভরপাশা) মোঃ মাসুদ খান, ০২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল হাওলাদার, ০৬ নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মাহমুদ খান সুমন, যুবদল নেতা হাবিবুর রহমান হিরনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয়দের ও ক্ষতিগ্রস্তদের দাবি স্থানীয় প্রশাসনের ও সমাজের বিত্তবানদের প্রতি দ্রুত তদন্তপূর্বক অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য উদঘাটন করে ক্ষতিগ্ৰস্তদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
প্রতক্ষ্যদর্শীদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক বাবু পঙ্কজ কুমার দাস মন্তব্য করেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি কমানো যেত, তবে অন্তরায় হয়েছে যোগাযোগ ব্যবস্থা, কারণ বাজারে প্রবেশের আগে একটি বহু পুরাতন ও ক্ষতিগ্রস্ত আয়রন সেতুর কারণে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি তাই বাবু পঙ্কজ কুমার দাস সরকারের নিকট আবেদন জানিয়েছেন এই সংকট নিরসনের, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সকালের সময়কে জানিয়েছেন তিনি অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক
রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী
স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা
বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল
ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন