বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত
“কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি” স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের ১৮৬টি দেশের সাথে বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (২৬ই জানুয়ারী) রবিবার সকালে বেনাপোল কাস্টমস হাউসের কাস্টম ক্লাবে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগতবক্তব্য রাখেন মোঃ হাফিজুল ইসলাম যুগ্ন কমিশানার কাস্টম হাউস বেনাপোল। বেনাপোল কাস্টমস ক্লাবে আয়োজিত অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মজিদ। যশোর কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি যশোর কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ বলেন, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে। যতদিন পৃথিবী থাকবে মানুষের সাথে মৃত্যু পর্যন্ত ট্যাক্সের অস্তিত্ব থাকবে। আমাদের জীবনের সাথে ট্যাক্স ওতপ্রোতভাবে মিশে আছে। প্রতিটি নাগরিকের কাস্টমসের ট্যাক্স দিতে হয় যেটা অনেকেই জানেনা। কাস্টমসের কাজের পরিধি ও ট্যাক্স সম্পর্কে সাধারণ মানুষের অধিকতর ধারণা লাভের জন্য কাস্টমের সাথে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান করেন।
এছাড়াও সেমিনার ও আলোচনা সভায় কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সেমিনারে অংশ নেন। বেনাপোল কাস্টমস হাউসের অ্যাডিশনাল-কমিশনার এইস এম শরিফুল হাসান কাস্টমস দিবসের মূল প্রবন্ধ বিষয় কবু ঘড়ঃব চধঢ়বৎ উপস্থাপন করেন।
বেনাপোল কাস্টম কমিশনার মোঃ কামরুজ্জামান কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করে তোলায় প্রধান অতিথি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ