পঞ্চগড়ে আদালত অবরুদ্ধ, ডিসি'র আশ্বাসে আন্দোলন প্রত্যাহার
নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ করে ২৪ ঘন্টার আলটিমেট দিয়েছিলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনো আওয়ামীলীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। যতখন পর্যন্ত এই চার বিচারককে এই জেলা থেকে অপসারণ করবে না ততখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আল্টিমেটাম অনুযায়ী দাবী না মানায় রোববার দুপুরে ২.২০ মিনিটে জজ কোর্টের মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তারপর ও দাবি না মানায় বিকেলে আদালত চত্তরে ডুকে পড়ে আন্দোলন কারি ছাত্ররা। এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের কাঁচ ভাংচুর করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। ছাত্ররা আদালতের ভিতরে শ্লোগান দিতে থাকে রাত ৮ টায় পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী আন্দোলন কারি ছাত্রদের সাথে আলোচনা করে, ৪ জন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করে।
জেলা প্রশাসক মোঃ সাবেত আলী জানান, বিচারকদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ে গেছে এবং অভিযোগের বিষয় টি তদন্ত করে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সহ সমন্বয়ক মাহফুজুর রহমান, মনিরুজ্জামান ফয়সাল প্রধান ও মোজাহার ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন । এ সময় বক্তারা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনো আওয়ামীলীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন জেলা ও দায়রা জজ গোলাম ফারুক। আগস্ট বিপ্লবের পরেও যারা দুর্নীতির সাথে জড়িত তারা আওয়ামীলীগ সরকারের দোসর। তাদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা না হলে আদালত ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন সফল হয়েছে, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে বিনামূল্য সরিষা ও সবজির বীজ বিতরণ
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান
মনপুরা হাজীরহাট ঘাটের ব্রিজটিতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা
প্রযুক্তির ছোঁয়ায় মুছে যাচ্ছে সিনেমা হলের স্মৃতিচিহ্ন
যানজট নিরসনে নরসিংদী পৌরসভায় অটোরিকশা-ইজিবাইক তালিকাভুক্তির নির্দেশ
বকশীগঞ্জে একসাথে তিন পুত্রসন্তানের জন্ম, অসহায় কৃষকের মানবিক সহায়তার আবেদন
মনোহরগঞ্জে গবাদি পশুর খাদ্য সংকট বিপাকে খামারিরা
কলাপাড টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা