বাকৃবিতে "বীজের গুণগত মান ও স্বাস্থ্য পরীক্ষা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে "বীজের গুণগত মান ও স্বাস্থ্য পরীক্ষা" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান ড. মো আতিক উস সাঈদ। কোর্স কো অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো মাহমুদুল হাসান চৌধুরী। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও কৃষি অনুষদের ২০ জন প্রশিক্ষণার্থী এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো সামছুল আলম বীজের গুণগত মান ও স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বীজের গুণগত মান নিশ্চিত করা টেকসই কৃষি উৎপাদনের অন্যতম প্রধান শর্ত। বীজের প্রকৃত উৎপাদন ক্ষমতা সুপ্ত থেকে যাবে, যদি তার স্বাস্থ্য ভালো না থাকে। জেনেটিকভাবে একটি বীজ যতই উচ্চক্ষমতাসম্পন্ন হোক না কেন, যদি তা রোগগ্রস্ত বা নিম্নমানের হয়, তাহলে মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, 'ভালো বীজে ভালো ফলন'। এটি শুধু একটি স্লোগান নয়, বরং কৃষি উৎপাদনের অন্যতম মূলনীতি। ভালো ফলন নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই উন্নতমানের ও স্বাস্থ্যসম্মত বীজ নির্বাচন করতে হবে। তবে শুধু ভালো বীজ নির্বাচন করলেই হবে না, বরং এর স্বাস্থ্যগত দিকগুলো নিয়েও সম্যক ধারণা থাকা প্রয়োজন।
তিনি প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বীজের গুণাগুণ, স্বাস্থ্য পরীক্ষার আধুনিক প্রযুক্তি এবং গবেষণার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জন্য গুণগত মানের বীজ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল