মুরাদনগর সরিষা চাষে শীর্ষে, ফসলের মাঠে ফুলের সমারোহ

কুমিল্লায় সরিষা চাষে শীর্ষে মুরাদনগর। পুরো জেলায় সরিষা চাষাবাদ করা হয়েছে ১৬ হাজার ৩শ হেক্টর। এর মধ্যে শুধু মুরাদনগরে ৯ হাজার ৯ হেক্টর সরিষার আবাদ করেছন কৃষকেরা। এতো বেশি আর কোন উপজেলায় সরিষা চাষাবাদ করা হয় না। এখানে বারি জাতের ১৭, ১৮, ১৪ এবং বিনা-১১ জাতের সরিষা করেছেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠজুড়ে শুধু হলুদ ফুলের সমারোহ। সরিষার ভালো ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে আনন্দের হাসি। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের।
কৃষি অফিস সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলায় এ মৌসুমে সরিষার লক্ষ মাত্রা ৯ হাজার ৪৫ হেক্টর, আবাদ করা হয়েছে ৯ হাজার ৯ হেক্টর। এখানে বারি- ১৪, ১৭ ও ১৮ জাতের সরিষা চাষ করা হয়েছে । তবে বাম্পার ফলন হয় বারি ১৮ ও ১৭ জাতের সরিষার।
সরেজমিনে দেখা যায়, মুরাদনগরের কৃষিমাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে । মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সরিষার ফুলের চারপাশে মৌমাছির আনাগোনা ।
শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামের কৃষক কমল বলেন, দুই একর জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আসা করা যায় ফলনও ভালো হবে।
কামাল্লা ইউনিয়নের আলগী গ্রামের কৃষক রুক্কু মিয়া জানান, সরিষা ফসলের ফলন ভালো হয়। তাই প্রতিবছর সরিষার আবাদ করি। এবছর এক একর জমিতে সরিষা করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।
বাবুটিপাড়া গ্রামের কৃষক মোখলেসুর রহমান বলেন, ৫০ শতক জমিতে সরিষার চাষ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরের মতো এবারও আবাদ করেছি।
এছাড়াও যাত্রাপুর , আন্দিকুট, আকবপুরসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানায়, সরিষার তেলের চাহিদা বাড়ায় এবছর এ ফসলের চাষ বেড়েছে। ঝড় বৃষ্টি কম হওয়ায় ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলন হতে পারে।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন (পাপ্পু) বলেন, কৃষকের মাঝে ভালো মানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে। বৃষ্টি বাদলা কম হওয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবারও সরিষার ভালো ফলন হবে বলে আশাবাদী।
এমএসএম / এমএসএম

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত
Link Copied