ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বাল্য বিবাহ প্রতিরোধ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা শীর্ষক সুধী সমাবেশ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ১০:৪৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পাখরপাড,ভাঙ্গারহাট মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড বিডি - ০৩৫৪ কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা শির্ষক সুধী সমাবেশ ২০২৫ পাখরপাড সেন্টার। 

আজ ৩০শে জানুয়ারি ২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ টা সময় ব্যাপ্টিষ্ঠ চার্চ পাখরপাড, ভাঙ্গারহাট এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন রেভাঃ বিমল রায় গোপালগঞ্জ - মাদারিপুর, এবিসি, এস পালক প্রধান, পাখরপাড বিডি -০৩৫৪ প্রকল্প এলসিসি সভাপতি তিনি বলেন ৩১৯ জন শিশুকে পালন করে থাকে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ১ বছর থেকে শুরু ২২ বছর পয়ন্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে শিক্ষা গ্রহন, প্রতিষ্ঠিত হওয়ার আগ পয়ন্ত দিয়ে থাকে।

প্রধান অতিথি ছিলেন মো: আবুকালাম আজাদ (ওসি) কোটালীপাড়া থানা। এই বাল্যা বিবাহ প্রতিরোধ ও সমাবেশ উপস্থিত ছিলেন কমল তালুকদার সহ অধ্যক্ষ কাজীমন্টু কলেজ ( বাংলা বিভাগ) ভাঙ্গারহাট। রনি বাড়ৈ প্রকল্প ব্যবস্থাপক পাখরপাড বিডি -৩৫৪। রেখা কর্মকার এলসিসি সদস্য। স্বপন পাইক এলসিসি সদস্য। ভরত চন্দ্র বাড়ৈ বিশিষ্ট ব্যক্তিবর্গ পাখরপাড়। শিপ্রা মৃধা প্রধান শিক্ষক, পাখরপাড পিবি স্কুল। এসআই মামুন কোটালীপাড়া থানা। ও ইনচার্জ পুলিশ ফাড়ি ভাঙ্গার হাট, কোটালীপাড়া। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক পঙ্কজ বিশ্বাস ও সাংবাদিক বিন্দ, এল সি সি ফেইল লিডার। 

আজকের সমাবেশের প্রতিপাদ্ধ বিষয়কে সামনে রেখে অনেকে মূল্যবান বক্তব্য দিয়েছেন সুফল ও কুফল তুলে ধরেছেন। কমল তালুকদার তুলে ধরেছেন তার বক্তব্য মধ্য দিয়ে বাল্য বিবাহ হলো সামাজিক ব্যাধি। যৌতুক দেওয়া ও দেওয়া সমান অপরাধ। 
আবু কালাম আজাদ ( ওসি) কোটালীপাড়া থানা তিনি বলেন বাল্য বিবাহ প্রতিরোধ আমরা সব সময় কাজ করে থাকি ও বাল্য কাল হহো উন্মুক্ত জীবন তা না করে বিবাহ দেওয়া হলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। আরো বলেন নারী হলো মা,বোন,সহধর্মিনী তাই নারীদের গর্ভ থেকে সৃষ্টি হয়েছি যত্নবান হওয়া উচিত সকলের। শিপ্রা মৃধা প্রধান শিক্ষক তিনি মূল্যবান বক্তব্য দিয়েছেন ও বিভিন্ন দিক তুলে ধরেছেন বাল্য বিবাহর মূল কারণ হিসেবে ধরা হয়েছে এক হাজার জনের মধ্যে ছয় জন মৃত্যুর কোলে ডলে পড়ে ও বাল্য বিবাহের প্রতিরোধ হিসাবে নারীকে কর্মসংস্থান , শিক্ষা, ধর্মীয় বিধিবিধান মেনেচলা, গ্রামেগঞ্জে ও স্কুল, কলেজে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন মূলক নাটক ও কুফল তুলে ধরতে হবে তাহলে বাল্যবিবাহ হ্রাস পাবে। 

সহযোগীতায়: কম্প্যাশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, পরিচালনায়: শেড-বোর্ড বাংলাদেশ। বাস্তবায়নে: মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, পাখরপাড় বিডি-০৩৫৪ পাখরপাড়, ভাঙ্গারহাট, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

এমএসএম / এমএসএম

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি