কুড়িগ্রামে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আশার আলো

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলায় এ বছর ৮ হাজার ৪২৫ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। গত বছর ৭ হাজার ৯ শত ৫০ হেক্টর সরিষার আবাদ হয়েছিল। গত বছরের তুলনায় এবার বাম্পার ফসলের কারনে দ্বিগুণ লাভের আশায় দিন গুনছেন কৃষকরা। দিগন্ত জোড়া মাঠে মাঠে হলুদের সমারোহ। মাঠের পর মাঠ শুধু হলুদের বিশাল গালিচা, যতো দূরে চোখ পড়ে শুধু হলুদ আর হলুদ। চির সবুজের বুকে যেন কাঁচা হলুদের বিশাল আলপনা। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত চারপাশ। ফুলে ফুলে মৌমাছিরা মধু আহরণে পার করছেন ব্যস্ত সময়। প্রকৃতিতে হলুদ বর্ণে শোভা পাচ্ছে বিস্তীর্ণ সরিষার মাঠ। চারদিকে ছড়িয়ে পড়ছে ফুলের গন্ধের সুবাস। পরিবেশকে করে তুলেছে মোহনীয়। সেই মোহনীয় পরিবেশ ও হলদে আভার পরশ নিতে ক্ষেতে ছুটছেন প্রকৃতিপ্রেমী উৎসুক অনেকেই। সেইসাথে সরিষা ফুলের ছবি তুলতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের চোখেমুখে দেখা যায় আনন্দের হাসির ঝিলিক। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষকেরা। শুক্রবার (৩১) জানুয়ারি সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি মাঠ জুড়ে সরিষার আবাদ, ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঘেরা বিস্তীর্ন প্রতিটি মাঠ যেন হলুদ বর্ণে ঘেরা এক স্বপ্নীল পৃথিবী। যেদিকে তাকাই শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধাঁলো বর্ণীল সমারোহ। মৌমাছির গুণগুণ শব্দে সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অপরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুলগুলোকে। তাই তো ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি অধিদপ্তরের কর্মকর্তারাও।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাগেশ্উবরী পজেলার ১ টি পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের অধিকাংশ কৃষকেরা তাদের জমিতে উচ্চ ফলনশীল বারি-১৪,বারি-১৭, বারি-১৮ ও বিনা সরিষা-৯ আবাদ করেছেন। এর মধ্যে উল্লেখ করার মতো সরিষা আবাদ করেছেন উপজেলার কচাকাটা,নারায়নপুর,ভিতরবন্আদ সহ বিভিন্লীন স্থানে এ সরিষা আাবাদ হয়েছে। এলাকার গোলাম রসুল ৩ একর, আবুল হোসেন ৪ একর,নারায়নপুরের রবিউল মানিক ৫ একর, ভিতরবন্দে নজরুল ইসলাম ৩ একর জমিতে বিভিন্ন উন্নত জাতের সরিষা আবাদ করা করেছেন। এ মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫ শত ৬০ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় এ মৌসুমে ১৪০০০ থেকে ১৬০০০ মেট্রিকটন সরিষা কৃষক ঘরে তুলতে পারবে। এছাড়াও মৌওয়ালরা উপজেলার বিভিন্ন এলাকার সরিষা ক্ষেত থেকে প্রায় ৩ শত বক্সের মাধ্যমে কয়েক শত কেজি মধু সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে সরিষার ফলন প্রায় ১০-১৫ ভাগ বেড়ে যায়। এবং সরিষার ফলনও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সরিষা ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহ একটি লাভজনক ব্যবসা। এতে মৌমাছি ব্যবসায়ী যেমন একদিকে মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হন, অন্যদিকে ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ে। কয়েকজন সরিষা চাষি জানান,শুধু গোবর সার দিয়ে জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে সেচ দিতে হয়। সার বা কীটনাশক তেমন একটা দিতে হয় না। এ কারণে সরিষা চাষে অনেক লাভ। তাছাড়া এলাকার অনেক চাষি উচ্চফলনশীল জাতের সরিষা বীজ সরকারিভাবে বিনামূল্যে পেয়ে বেশ সরিষা আবাদে ঝুঁকেছেন। কেমন ফলন আশা করছেন? জিঞ্জাসা করলে মুচকি হেসে চাষিরা বলেন, বিঘা প্রতি ৭ থেকে ৮ মন তো হবেই ইনশাল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ উপজেলার প্রায় ৫ হাজার কৃষককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরিষা চাষ সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকালে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মসজিদের মিম্বার থেকে পার্লামেন্ট সকল স্তরে ওলামাদের বিচরণ হবে-শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ

সংকটে পড়া বৃদ্ধা আশ্রমের পাশে দাঁড়ালেন সমাজ সেবক আব্দুল করিম
Link Copied