ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

লোহাগড়ায় পাচারের শিকার ভিকটিমকে আর্থিক সহায়তা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১২:১২

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোহাগড়া উপজেলা থেকে পাচারের শিকার নারীদের মাঝে ‍আর্থিক সহায়তা প্রদান কর‍া হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন আর্থিক সহায়তার চেক ভিকটিমের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- মানব উদ্ধার স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পনিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান, ডাক্তার মো. রিপন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন, লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. দাউদ হোসেন, মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. পিকুল আলম,  সৈয়দ আলী আহসান সৈকত, সৈয়দ রিয়াজ হোসেন প্রমুখ। এছাড়াও ভিকটিম পরিবারের অভিবাবক মো. আব্দুর রউফ, সোহরাব সরদার, শ্রীবাস কুমার বিশ্বাস প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা থেকে পাচারের শিকার নারীদের মানব উদ্ধার স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের পক্ষ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করতে চেষ্টা করে যাচ্ছে। তাদের সমস্যার বিষয়টি বিবেচনা করে তাদের পরিবারকে সহায়তা দিতে লোহাগড়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তারই পরিপেক্ষিতে আজ তাদের নগদ তিন হাজার টাকার চেক দিয়ে সহায়তা দেয়া হলো। 

উপজেলা প্রশাসন থেকে পাচারের শিকার হয়ে উদ্ধার করা পরিবার এই মানবিক সহায়তা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছে। পরবর্তীতে অন্যভাবেও তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। যারা আজ সাহায্য পেলেন তারা হলেন- বিথি আকতার, সাফিয়া বেগম, রেশমা, মিতা আকতার, মেঘনা, রাফিজা, রিপা আক্তার এবং মুক্তা খানম। এরা সবাই লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এ ধরনের মানবিক কাজে সম্পৃক্ত থাকার জন্যে মানব উদ্ধার স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলমকে উপজেলা প্রশাসন ধন্যবাদ জানিয়ে পাশে থাকার আশ্বাস দেয়। সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মানব পাচারবিরোধী সংগঠনের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।

এমএসএম / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা