লোহাগড়ায় পাচারের শিকার ভিকটিমকে আর্থিক সহায়তা

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোহাগড়া উপজেলা থেকে পাচারের শিকার নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন আর্থিক সহায়তার চেক ভিকটিমের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- মানব উদ্ধার স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পনিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান, ডাক্তার মো. রিপন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন, লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. দাউদ হোসেন, মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. পিকুল আলম, সৈয়দ আলী আহসান সৈকত, সৈয়দ রিয়াজ হোসেন প্রমুখ। এছাড়াও ভিকটিম পরিবারের অভিবাবক মো. আব্দুর রউফ, সোহরাব সরদার, শ্রীবাস কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা থেকে পাচারের শিকার নারীদের মানব উদ্ধার স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের পক্ষ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করতে চেষ্টা করে যাচ্ছে। তাদের সমস্যার বিষয়টি বিবেচনা করে তাদের পরিবারকে সহায়তা দিতে লোহাগড়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তারই পরিপেক্ষিতে আজ তাদের নগদ তিন হাজার টাকার চেক দিয়ে সহায়তা দেয়া হলো।
উপজেলা প্রশাসন থেকে পাচারের শিকার হয়ে উদ্ধার করা পরিবার এই মানবিক সহায়তা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছে। পরবর্তীতে অন্যভাবেও তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। যারা আজ সাহায্য পেলেন তারা হলেন- বিথি আকতার, সাফিয়া বেগম, রেশমা, মিতা আকতার, মেঘনা, রাফিজা, রিপা আক্তার এবং মুক্তা খানম। এরা সবাই লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ ধরনের মানবিক কাজে সম্পৃক্ত থাকার জন্যে মানব উদ্ধার স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলমকে উপজেলা প্রশাসন ধন্যবাদ জানিয়ে পাশে থাকার আশ্বাস দেয়। সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মানব পাচারবিরোধী সংগঠনের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
