ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

পূর্বাচলে রাজউকের মাটি চুরির হিড়িক


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:৪০

শহর বাস্তবায়নের জন্য ‘পূর্বাচল নতুন শহর‘ নামে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ও দাউদপুর ইউনিয়নসহ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের বরকাউ ও পারাবর্তা মৌজায় গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত নগর। আর এ নির্মাণাধীন প্রকল্প থেকে দিন-দুপুরে মাটি চুরি করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এছাড়াও ৩০০ ফুট সড়ক এলাকায় সেনাবাহিনী পরিচালিত সড়ক উন্নয়নের কাজ চলমান থাকায় চোরাকারবারিরা রাতের বেলায় ভেকু চালিয়ে পূর্বাচল প্রকল্পের মাটি কেটে ট্রাকে করে বিক্রি করে দিচ্ছে শহরের বাইরের বিভিন্ন ব্যক্তিগত মালিকানার জমিতে।

সরজেমিন দেখা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট তৈরিতে ভাওয়ালগড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করে রূপগঞ্জসংলগ্ন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়কাউ ও পারাবর্ত মৌজার লালমাটির উঁচু-নিচু ভূমি কেটে সমান করা হচ্ছে। কেটে ফেলা হচ্ছে সেখানকার বনভূমি। একই ভাবে বিভিন্ন ঠিকাদারের নিয়োগ করা শ্রমিক ও স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় ভেকু আর মালবাহী ট্রাকে মাটি বহন করে শহরের বাইরে নিয়ে বিক্রি করে দিচ্ছে একটি মহল। মাত্র ১ হাজার টাকা ড্রাম ট্রাকপ্রতি মাটি সস্তায় কিনে নিচ্ছে আশপাশের লোকজন।

সূত্র জানায়, পূর্বাচল প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ১ হাজার ৩০০ একর জমির বেশিরভাগ ছিল টেক টিলা অঞ্চল। ফলে চোর সিন্ডিকেট উঁচু টেকের মাটি কেটে নিচ্ছে প্রকাশ্যে। আবার এখানে শুধু দুই মৌজায় ২ হাজার প্লট তৈরি করতে ছোট-বড়-মাঝারি মিলিয়ে প্রায় ১১ লাখ গাছ কাটা হয়েছে।

কালনী এলাকার বাসিন্দা বাসিন্দা কোহিনুর করিম বিথী বলেন, পূর্বাচলের আশপাশের কারো মাটির প্রয়োজন হলে নির্মাণাধীন প্রকল্পের ঠিকাদারদের নিয়োগ করা লোকজনকে টাকা দিলেই মেলে মাটি। এভাবে কখনো দিনে আবার কখনো রাতে মাটি চুরি হচ্ছে। এ মাটি চুরিতে ব্যবহৃত হচ্ছে ইছারমাথা জাতীয় ট্রাক্টর আর ঠিকাদারদের ভেকু ও ড্রামট্রাক।

সুলপিনা এলাকার বাসিন্দা আলম মিয়া বলেন, রাজউকের সুদৃষ্টি থাকলে এভাবে কেউ মাটি চুরি করতে পারত না। এসব কাজে জড়িত থাকে আশপাশের উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদার ও শ্রমিকরা। ফলে দিন-দুপুৃরে গাছ ও মাটি কেটে বাইরে বিক্রি করে দিচ্ছে।

আলমপুর এলাকার বাসিন্দা দুলাল মিয়া বলেন, রূপগঞ্জ পূর্বাচলের বিভিন্ন সেক্টরে একাধিক শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তারা পূর্বাচলের দায়িত্বরত পুলিশ ও ঠিকাদারদের ম্যানেজ করে মাটি চুরি অব্যাহত রেখেছে। ফলে এলাকার কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

অভিযোগ রয়েছে, পূর্বাচলের অভ্যন্তরে কিংবা বাইরের ব্যক্তিগত জমিতে রাজউকের সীমানার মাটি কেটে নিয়ে যাচ্ছে খাবার হোটেল ব্যবসায়ীরা। তারা পূর্বাচলের বিভিন্ন উঁচু স্থান থেকে মাটি কেটে নিয়ে তাদের হোটেলের সামনে রাখছে। এ কাজে জড়িত রাজনৈতিক ছত্রছায়ায় লালিত লোকজন। এদের মধ্যে দাউদপুরের কালনী এলাকায় সোহেল নামে এক ব্যক্তি তার ভেকু দিয়ে দিন-দুপুরে মাটি কেটে বিক্রি করলেও রহস্যজনক কারণে তা বন্ধে কেউ উদ্যোগ নিচ্ছে না। তবে অভিযুক্ত সোহেলের দাবি, এসব মাটি রাজউকের কর্মকর্তাদের অনুমতি নিয়েই কাটা হয়।

কোনো পুলিশ সদস্যকে ম্যানেজের বিষয় অস্বীকার করে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক পূর্বাচলের ইনচার্জ রাজু মিয়া বলেন, আমি নতুন এ এলাকায় কাজ করছি। ফলে মাটি চুরি সিন্ডিকেটের বিষয়ে সজাগ দৃষ্টি রাখব। হাতেনাতে পেলে অবশ্যই আটক করে আইনের আওতায় আনব।

এসব বিষয়ে জানতে চাইলে বিশ্বাস বিল্ডার্সের দায়িত্বরত কর্মকর্তা প্রকৌশলী মনসুর মোহাম্মদ এই প্রতিবেদককে বলেন, আমরা ৩০০ ফুট সড়ক উন্নয়নের কাজ করছি। ফলে এখান থেকে অপ্রয়োজনীয় মাটি ও পাথর সরিয়ে নির্ধারিত স্থানে জমা করে রেখেছি। ওই জমা স্থান থেকে একটি কুচক্রী মহল গোপনে মাটি চুরি করছে বলে অভিযোগ পাচ্ছি। এসব বিষয়ে একাধিকবার রূপগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি। তারা বেশ কয়েকবার অভিযান চালিয়ে সিন্ডিকেটের কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে মামলা না দেয়ায় তারা শুনেছি আইনের আওতায় থাকেনি।

এসব বিষয়ে রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিক বলেন, পূর্বাচল দেশের সবচেয়ে বড় পরিকল্পিত আবাসিক এলাকা। ৬ হাজার ১৫০ একর জমিতে প্রতিষ্ঠিত ওই প্রকল্পে ২৬ হাজার প্লট ও ৬২ হাজার ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। বিভাগীয় ঠিকাদার ও কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা দেখভাল করে থাকেন। সেখানে মাটি চুরি বিষয়ে সংবাদ পেয়েছি। কোনো অবস্থায়ই পূর্বাচল প্রকল্পের মাটি শহরের বাইরে বিক্রি বা নেয়ার নিয়ম নেই। এসব কাজে জড়িত কোনো কর্মকর্তার অবস্থান প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ নেব। তাছাড়া পুরো প্রকল্পের মাটি ও গাছ চুরি রোধে রাজউক চেয়ারম্যানকে জানিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান।

এমএসএম / জামান

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত