ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

'শেকড়ের সন্ধানে'র সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সোহেল পারভেজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৩:৪৫
যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে,"শেকড়ের সন্ধানে" যশোরের কেশবপুরে শেকড়ের সন্ধানের ২৬তম বর্ষপূর্তি ও কবিতা উৎসব-২০২৫ উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কেশবপরের দুইজন সাংবাদিক,কে 'শেকড়ের সন্ধানে'র সকল অনুষ্ঠান তাদের কর্মরত পত্রিকার মাধ্যমে প্রকাশিত করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় কেশবেপুর প্রতিনিধি সোহেল পারভেজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের সংবাদ কেশবেপুর প্রতিনিধি পরেশ দেবনাথ কে সংগঠনের পক্ষ থেকে ওই সম্মাননা স্মারক প্রদান করা হয়। 
আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা কেশবপুর শেকড়ের সন্ধানের আয়োজনে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) শেকড়ের সন্ধানে ফাউন্ডেশন (এস.এস.এফ)-এর বাস্তবায়নে, প্যারামেডিক্যাল এ্যান্ড টেকনোলজি ফাউণ্ডেশনের সহযোগিতায় কবিতা উৎসব, নতুন বইয়ের মোড়ক উম্মোচন, সম্মাননা, আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষার্থী সংবর্ধণা ও শিক্ষাবৃত্তি প্রদান (নগদ অর্থ), পুরস্কার প্রদান, সুশীল সমাজ গঠনে করণীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
শেকড়ের সন্ধানের ২৬তম বর্ষপূর্তি
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, 'শেকড়ের সন্ধানে”র পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মায়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, “শেকড়ের সন্ধানে”র সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাদের। দিনব্যাপী “পিটিএফ” মিলনায়তনে (কেশবপুর মাইকেলমোড়) “শেকড়ের সন্ধানে” উপদেষ্টা পরিষদের সভাপতি এ. কে আজাদ (ইকতিয়ার)-এর সভাপতিত্বে ও খুলনা টেলিভিশনে কবিতা পাঠক চারণ কবি ও কৃষ্টিবন্ধন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বাবুল আহম্মেদ তরফদারের সঞ্চালনায় শুভ উদ্বোধনী ঘোষনা করেন, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান। উদ্বোধনী ঘোষনায় জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও সংগঠনের মনোগ্রাম প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ঢাকা ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বাংলা বিভাগের 
প্রফেসর ড. সন্দীপক মল্লিক। মূখ্য আলোচক বক্তৃতা করেন, "কৃষ্টিবন্ধন", বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও  প্রফেসর ড. সবুজ শামীম আহসান। সংবর্ধিত অতিথি বক্তৃতা করেন, "শেকড়ের সন্ধানে"র চিকিৎসা উপদেষ্টা ও দাতা সদস্য, কবি-ছড়াকার রাশিদা আখতার লিলি। বিশেষ আলোচক বক্তৃতা করেন, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি শেখ মাফিজুল ইসলাম ও সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি, কবি ও আবৃত্তি শিল্পী মন্ময় মনির। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সভাপতি ও খুলনা টেলিভিশনে কবিতা পাঠক ডা. মোকাররম হোসেন, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সাপ্তাহিক পল্লীকথার তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ,"কৃষ্টিবন্ধন", বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও কবি এম এ কাশেম অমিয়, শেকড়ের সন্ধানে'র সাহিত্য উপদেষ্টা, ডাঃ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক উপদেষ্টা, সমাজসেবা উপদেষ্টা প্রফেসর নজরুল ইসলাম, মানবাধিকার উপদেষ্টা ও বিশিষ্ট সংবাদিক শামীম আখতার মুকুল, মিডিয়া উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ, ও "কৃষ্টিবন্ধন", বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক কবি এম এন এস তুর্কী প্রমূখ। 
শেকড়ের সন্ধানের ২৬তম বর্ষপূর্তি ও কবিতা উৎসব অনুষ্ঠানে নতুন বই মোড়ক উম্মোচন, অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান, আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষার্থী সংবর্ধণা ও চারজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান (নগদ অর্থ) প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও