আশুলিয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বেসরকারি চ্যানেল জি-টিভির সাংবাদিক শামীম হাসান সীমান্ত (৩০) সহ দুই জন। প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে দীর্ঘ দুই ঘন্টা একটি টর্চার সেলে আটকে রেখে তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় চালানো হয় বর্বর নির্যাতন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ভর্তি করা হয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য সন্ত্রাসীরা ভূক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যেই আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এতে ভুক্তভোগীসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ।
সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। তিনি জানান, সন্ত্রাসী সোহেল রানা ওরফে ইয়াবা সোহেল ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তারের দাবী জানাচ্ছি, এই সোহেল রানা দীর্ঘদিন ধরে নানা অপকর্মের পাশাপাশি সিপি গ্যাংয়ের আদলে একটি বাহিনী গড়ে তুলেছেন। তার অত্যাচারে সবাই অতিষ্ট।
গত বৃহস্পতিবার আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেইটের বিপরীতে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক শামীম হাসান সীমান্ত রাজবাড়ী জেলার কালুখালী থানার সিকজান গ্রামের দুলাল মন্ডলের ছেলে। তিনি জানান, পেশাগত তথ্য সংগ্রহের জন্য আমি ও সহকর্মী আমিনুল ইসলাম ক্যাম্পাসে প্রবেশের পর্যায়েই আশুলিয়ার ত্রাস কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা ওরফে ইয়াবা রানা (৪২) ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই সোহেল রানা ওরফে ইয়াবা রানার নেতৃত্বে সন্ত্রাসী সিদ্দিক ওরফে চোরা সিদ্দিক (৪৫), পলাতক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান দুই ডজন ছাত্র হত্যা মামলার আসামী মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠজন আল মামুন খান (৪৮), ফয়জুল ইসলাম (৪০), ইমদাদুল হক (৪০), ও জাহাঙ্গীর হোসেন সাগর (৪২) আমাদের প্রকাশ্যে তুলে নিয়ে যায় ডেইরী গেইটের বিপরীতে চোরা সিদ্দিকের টর্চার সেলে।
সেখানে প্রায় দুই ঘন্টা আটকে রেখে সবাই মিলে আমাদের ওপর লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে প্রচন্ড আঘাতে আমাদের আর্ত চিৎকার শুনে আশেপাশের দোকানদাররা এগিয়ে আসে। তারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরদিন হাসপাতালে থেকেই আমরা থানায় অভিযোগ দিলে পুলিশ মামলাটি (নং-১৮) গ্রহণ করে। মামলার বিষয়টি দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক।
তিনি জানান, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে সাংবাদিক শামীম হাসান সীমান্ত ও তার সহকারীর ওপর হামলার বিষয়টি স্পষ্ট।
বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, আমার কার্যালয়ে সন্ত্রাসী সোহেল রানা ওরফে ইয়াবা রানার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে দেখছি। তিনি জানান, পুলিশের চাহিদার আলোকে আমরা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সরবরাহ করেছি।
পাশাপাশি আহত সাংবাদিকদের বর্ননা মতে দেয়া কথিত চোরা সিদ্দিকের টর্চার সেলের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। অপরাধীদের কোন ছাড় নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার (এস্টেট) জানান, আমরা অভিযোগ পেয়েছি ২৬ নম্বর দোকানটি আব্দুর রহমান নামে একজনকে বরাদ্দ দেয়া হয়েছিলো তবে সে দোকানটি চোরা সিদ্দিককে অবৈধভাবে ভাড়া দিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও নিরাপত্তা প্রধান জেফরুল হাসান সজল জানান, ক্যাম্পাসের সামনে একজন সাংবাদিককে তুলে মারধরের ঘটনাটি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি জানান, ক্যাম্পাস ঘিরে কোন সন্ত্রাসীর নেটওয়ার্ক চলতে দেয়া যাবে না।
আহত সাংবাদিক শামীম হাসান সীমান্ত জানান, আশুলিয়ার ত্রাস কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা ওরফে ইয়াবা রানা (৪২) দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাসে মাদক বিক্রির নেটওর্য়াক-ও তৈরি করেছে তিনি। সোহেল রানা ওরফে ইয়াবা রানা আশুলিয়ার পানধোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী।
বাবার পরিচয়ের সূত্রেই আশুলিয়া ও ক্যাম্পাস কেন্দ্রিক সন্ত্রাসীদের নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জানান, ছেলের সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকে সংশ্লিষ্টটার কারনে বিব্রত সোহেল রানার পরিবার।
তার বাবা আব্দুল মান্নান জানান, দেড় বছর আগে ওর মা সালেহা বেগম ওকে ফেলে অন্য এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। তারপর থেকেই মামাদের ছত্রছায়ায় বখাটে হিসেবেই বেড়ে ওঠেন সোহেল রানা। ভালোবেসে বিয়ে করেন বিশ্ববিদ্যালয়ের এক মালীর মেয়েকে। এক পর্যায়ে মাদকে জড়িয়ে গেলে সেই স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। আয় রোজগার বলতে দৃশ্যমান কোন উৎস নেই। মাদকের টাকার জন্যে আমার ওপর নির্যাতন চালাতে থাকলে দীর্ঘদিন আগে আমি তাকে ত্যাজ্য বলে ঘোষণা দিই।
জিটিভির সাংবাদিক শামীম হাসান সীমান্ত জানান, সোহেল রানা সম্প্রতি আশুলিয়ার পলাশবাড়িতে সড়ক ও জনপথ বিভাগের কোটি টাকার জায়গা দখল করে সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে তুললে আমি সেই অনিয়ম দুর্নীতির বিষয়ে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে সে আমাদের ওপর হামলা চালায়।
এর আগেও বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরা পার্সন জায়েদ আনসারীকে প্রাণনাশের হুমকি দেয় সে। এ বিষয়েও সাভার মডেল থানায় সাধারণ ডাইরী করা হয়।
যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জ ডিভিশনের নয়ারহাট উপ-বিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহা জানান, আশুলিয়ার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পলাশবাড়িতে সোহেল রানা কোটি টাকা মূল্যের সওজের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন।
সড়কের পাশে সরকারি জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা নির্মান করার বিষয়টি সংশ্লিষ্ট সুপারভাইজাররা বাধা দিলেও তাদের হুমকি দেন সোহেল রানা ও তার সন্ত্রাসী বাহিনী। আমরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মঙ্গলবার সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার-সার্কেল) শাহিনুর কবীর দৈনিক সকালের সময়কে জানান, সাংবাদিক সীমান্তকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সোহেল রানা ও চোরা সিদ্দিক চক্রকে ধরতে পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
