ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কীত এডহক কমিটি বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছে ক্রীড়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিভাগের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টরা। গতকাল এডহক কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। আজ ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সম্মুখে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য লিফলেটের মাধ্যমে আহবান জানান ক্রীড়া সংশ্লিষ্টরা।
শহরের শহীদ মিনার থেকে শুরু করে ট্রাংকরোড,কলেজরোড,বড় বাজার,ইসলামপুর রোড,এসএসকে রোড সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেট, ফুটবল,ব্যডমিন্টন,কারাতে সহ বিভিন্ন বিভাগের বর্তমান খেলোয়াড়, কোচ,রেফারি, সাবেক খেলোয়াড়, সংগঠকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সংগঠকদের মধ্যে ছিলেন, ইমন উল হক,আবুল কালাম পাটোয়ারী,সাংবাদিক ও ক্রিকেট এসোসিয়েশন এর সদস্য আসাদুজ্জামান দারা,রেফারি এসোসিয়েশন এর সেক্রেটারি তোহিদুল ইসলাম তুহিন, সাবেক ফুটবলার আশরাফুল ,মোহাম্মদ শাহাজাদা,জাহাঙ্গীর আলম,জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ আবদুল হান্নান, রাইজিং ব্রাদার্স ক্লাবের সভাপতি মতিউর রহমান সোহেল, ইয়াং ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো: শাহরিয়ার,ফেনী জেলা ফুটবল উন্নয়ন সমিতির সমিতির সভাপতি আবু জাহিদ,ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশন এর সেক্রেটারি শরিফুল ইসলাম অপু, ফেনী ড্রাগন কারাতে একাডেমীর জেসি,রিয়েল টাইম ক্রিকেট একাডেমির সভাপতি রফিকুল ইসলাম,ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ক্রীড়া সম্পাদক কামরুল হাসান রানা, রিয়েল টাইম ক্রিকেট একাডেমি পরিচালক সাইফুল ইসলাম সাগর সহ অন্যান্য ক্রীড়া সংগঠকবৃন্দ।
উল্লেখ্য যে, গত ১লা ফেব্রুয়ারি ট্রাংকরোড শহীদ মিনার প্রাংগনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ। এরপরদিন তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। করে ৪ই ফেব্রুয়ারি ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বেশকিছু ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দেয় তারা। এরমধ্যে ক্রীড়ার বিভিন্ন বিভাগের খেলোয়াড় ও সংগঠকদের সাথে মতবিনিময়, সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ ও স্টেডিয়াম সম্মুখে অবস্থান কর্মসূচি রয়েছে। এরমধ্যে আজ স্টেডিয়াম সম্মুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এই বিতর্কিত এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসক কর্তৃক যাচাই-বাছাই এর মাধ্যমে গঠিত ক্রীড়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের পূর্বের কমিটি পুনর্বহাল না করলে সকল ধরনের ক্রীড়া কার্যক্রম থেকে বিরত থাকার কথাও তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে।
এমএসএম / এমএসএম

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
