ফুলবাড়ী কুড়িগ্রাম বয়োঃবৃদ্ধ জলিলের আকুতি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে, বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার মধ্যে সমন্বয় পাড়া গ্রামের বয়োঃবৃদ্ধ আব্দুল জলিলের বয়স (৬৬) পেরিয়ে গেলেও ন্যাশনাল আইডি কার্ডে তার বয়স (৩৭) অথচ বয়সের ভারে নুইয়ে পড়ে রোগে শোকে জর্জরিত হয়ে এখন অচলাবস্থা প্রায়। এমতাবস্থায় আইডি কার্ডে বয়স কমের কারণে একমাত্র আয়ের উৎস বয়স্ক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় সেই চিন্তায় বয়োঃবৃদ্ধ আব্দুল জলিল এখন পাগল প্রায়।
সরেজমিনে গিয়ে জানাযায়,আব্দুল জলিলের বয়স্ক ভাতার ইতিকথা। ইতিপূর্বের সরকারের ঘোষণা ছিল (৬০) অনুর্ধ্ব বয়সের সকলেই বয়স্ক ভাতার আওতায় আসবে সেই মর্মে বয়োঃবৃদ্ধ আব্দুল জলিলের নামটিও বয়স্ক ভাতার তালিকায় লিপিবদ্ধ করে।এবং দীর্ঘদিন থেকে বয়স্ক ভাতা উত্তোলন করে সেই টাকা দিয়ে বৃদ্ধ আব্দুল জলিল তার স্ত্রী সহ কোনমতে দিনাতিপাত করে আসছেন। সম্প্রতি বয়স্ক ভাতা অনলাইন ভেরিফাইড হত্তয়ায় ন্যাশনাল আইডি কার্ডে তার বয়স (৩৭) যার কারণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতার বর্তমান তালিকায় তার নামটি বাদ পড়ে।এদিকে বয়সের ভারে আব্দুল জলিলের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বিভিন্ন রোগ শোকে জর্জরিত লাঠির উপরে ভরকরে কিংবা স্ত্রীর সহযোগিতায় কোনমতে ঘর বাহির হতে হয়। এমতাবস্থায় তার একমাত্র আয়ের উৎস এই বয়সে বেঁচে থাকার অবলম্বন বয়স্ক ভাতা টুকু আর পাবেনা এমন খবরে পাগল প্রায়। এসময় প্রতিবেদককে দেখে অশ্রুসিক্ত নয়নে আইডি কার্ডটা দেখায়ে কেঁদে কেঁদে আকুতি জানায়, মোর আইডি কার্ড টা ঠিক করি দেও বাহে, ঠিক করি দিলে মুই ফির বয়স্ক ভাতা পাইম। সেই টাকা দিয়া হামরা দুই স্বামী-স্ত্রী বাকি দিন কয়টা ভালো করি চলি ফিরি খায়য়া বাঁচি থাইকপ্যার পামো।
এলাকাবাসী মকবুল মিয়া, আব্দুল খালেক মিয়াসহ অনেকেই জানান,জলিল ভাইওর আর কোন জায়গা জমি নাই। এক সময় নিজে দিনমজুরি করে কোন মতে সংসার চালাই তো। তার দুই ছেলে তাঁরাও দিনমজুর বড় ছেলের বাড়িতে থেকে বয়স্ক ভাতার টাকা দিয়ে দুই স্বামী-স্ত্রী কোনমতে দিনাতিপাত করতেন। বয়সের ভুলের কারণে সেটিও বন্ধ হয়ে গেলে অনাহারে থাকতে হবে,কি করে বাঁচবে,আপনারা সবাই সহযোগিতা করে আইডি কার্ড টা ঠিক করি দেওয়ার ব্যবস্থা করলে দুই বুড়া বুড়ি বাকি জীবনটা ভাল করে চলতে পারবে।
আব্দুল জলিল কান্নাবিজরিত কণ্ঠে জানান, আমার বয়স (৬৬) পার হইছে বাহে, আইডি কার্ডে বয়সের ভুলের জন্য বয়স্ক ভাতা থাকি মোর নামটা বাদ দিছে মুই গরিব মানুষ কোন জমিজমা নাই এখন কি করি বাঁচি থাকমো। একটা বিহিত করি দেও, মোর আইডি কার্ড টা ঠিক করি দেও বাহে,মুই ফির বয়স্ক ভাতা পাইম এই বলে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে তার স্ত্রী জানান এই বয়সে অসুস্থ স্বামীকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতেছি। তিনি সকলের নিকট আকুতি জানিয়ে বলেন আইডি কার্ড টা ঠিক করি দেওয়ার ব্যবস্থা করি দেও।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ার ছড়া ইউনিটের সাবেক সভাপতি,আলতাফ হোসেন জানান, আব্দুল জলিল নিতান্তই একজন অসহায় গরীব বয়োঃবৃদ্ধ মানুষ। ভুলক্রমে ভোটার আইডি কার্ডে তার বয়স হয়েছে ৩৭ বছর কিন্তূ বাস্তবে তার বয়স (৬৬) বছরের ও বেশি হয়েগেছে। বর্তমানে বয়স্ক ভাতা বন্ধ হত্তয়ায় কারণে এই বয়সে দুই স্বামী- স্ত্রী মানবতার জীবন যাপন করছেন। আমি সরকারের নিকট অনুরোধ জানাবো দ্রুত তার আইডি কার্ড টা ঠিক করি দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং সেই সাথে তিনি যেন বয়স্ক ভাতা থেকে বঞ্চিত না হয় পুনরায় বয়স্ক ভাতার নামের তালিকায় পুনর্বহাল করে তার প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান জানান, ভোটার হওয়ার সময় তিনি ১৯৮৭ সালের একটি জন্মনিবন্ধন সনদ প্রদান করেছেন যার কারনে তাঁর বয়স (৩৭) হয়েছে। এখন আইডি কার্ড টি সংশোধনের জন্য পুনরায় জন্মনিবন্ধন সনদ সংশোধন করে আবেদন করলে বিষয়টি দেখা হবে।
এমএসএম / এমএসএম

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
