টুঙ্গিপাড়ায় ডিবি পুলিশের হাতে অপহরণ চক্রের ১ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আলোচিত সন্ত্রাসী চক্র তাহিন গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ ( গোপালগঞ্জ) এর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত টুঙ্গিপাড়া উপজেলার আজিমবাজার এলাকার তাহিন গ্যাং সহ চক্রের সদস্যরা সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার মাহমুদুল হাসান মিলনকে ফেসবুকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টুঙ্গিপাড়া উপজেলার আজিমবাজার এলাকায় মাহামুদুল শেখের ছেলে জুবায়েরের বাড়িতে নিয়ে আসে।
১৭ ফেব্রুয়ারি, সোমবার রাতে চক্রের সদস্যরা মিলনকে অপহরণ করে এবং তাকে একাধিক বার শারীরিক নির্যাতন করে। এরপর১৮/০২/২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে কয়েক দফায় নগদ ও বিকাশের মাধ্যমে ৬১ হাজার ১৫০ টাকা নেওয়ার পর, মিলনের মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে উপজেলার মল্লিকের মাঠের পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাস্তার উপরে ফেলে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিকদের অবিহিত করলে,টুংগীপাড়া প্রেস ক্লাবের একটি টিম ভিকটি মিলনকে নিয়ে গোপালগঞ্জে পুলিশ সুপার কে বিষয়টি সম্পর্কে জানালে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে ডিবি পুলিশের একটি টিম পাঠান।
এদিকে, অভিযুক্তরা তাদের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলেও, জুবায়েরের বাবা মাহমুদ শেখ কে ডিবি পুলিশের এস আই খান মোঃ জোবায়ের (পিপিএম) এর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে এবং জোবায়েরের বোন জামাই গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য কবিরুল সরদার কে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। ব্যবহারকৃত মোটরসাইকেলটি জব্দ করে । এবং অভিযুক্ত জুবায়ের দৌড়ে পালিয়ে যায় ।
এ ঘটনায় অপহরণের মামলা হয়েছে মামলা নং ( টুঙ্গী -০৪/২৫ )। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার খোরশেদ আলম বলেন,মামলা রুজি হয়েছে আসামি ধরার তৎপরতা অব্যাহত রেখেছি।উল্লেখ্য, এই চক্রটা দীর্ঘদিন যাবত টুঙ্গিপাড়া সহ দেশে বিভিন্ন অঞ্চলে অপকর্ম চালিয়ে আসছে। অভিযুক্ত তাহীন গ্যাং চক্র অপহরণ ধর্ষণ,খুন,মেয়ে দিয়ে ফোনের মাধ্যমে প্রেম করিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেলেদেরকে এনে বেধড়ক পিটিয়ে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে। কাউকে ছেড়ে দেয়, আবার কাউকে গুম করে ফেলে! টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ মানুষ এই চক্রের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে।এরা বিভিন্ন মামলায় আটক হয় আবার কিছুদিন পরে বের হয়ে যায়। সাধারণ মানুষ আতঙ্কে দিনরাত পার করে। এই চক্রের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালত এবং টুঙ্গিপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।
অপহরণ চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে স্থানীয়রা।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
