কুতুবদিয়ার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কুতুবদিয়ার মেধাবী সন্তান ডা. রেজাউল হাসান। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
ডা. রেজাউল হাসান এর আগে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেসিয়া কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এনেস্থেসিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রেকর্ড নম্বর নিয়ে এসএসসি পাস করে স্থানীয় পর্যায়ে সাড়া জাগান।
নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. রেজাউল হাসান বলেন, “কুতুবদিয়ার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা করব। এই অঞ্চলের স্বাস্থ্যখাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি দীর্ঘদিন ধরে উপজেলার স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত থাকায় স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, ডা. রেজাউলের নেতৃত্বে উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রক্রিয়া আরও গতিশীল করতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে।
৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। ডা. রেজাউল হাসানের নেতৃত্বে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে স্থানীয় প্রশাসন ও জনগণ প্রত্যাশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ডাঃ রেজাউল হাসান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সুযোগ্য সন্তান।
এমএসএম / এমএসএম
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন
তানোর উপজেলাবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন
Link Copied