ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ৩:৪৫
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কুতুবদিয়ার মেধাবী সন্তান  ডা. রেজাউল হাসান। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। 
 
ডা. রেজাউল হাসান এর আগে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেসিয়া কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এনেস্থেসিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রেকর্ড নম্বর নিয়ে এসএসসি পাস করে স্থানীয় পর্যায়ে সাড়া জাগান।  
 
নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. রেজাউল হাসান বলেন, “কুতুবদিয়ার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা করব। এই অঞ্চলের স্বাস্থ্যখাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি দীর্ঘদিন ধরে উপজেলার স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত থাকায় স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে জানান।  
 
স্থানীয় বাসিন্দাদের মতে, ডা. রেজাউলের নেতৃত্বে উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রক্রিয়া আরও গতিশীল করতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে।  
 
৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। ডা. রেজাউল হাসানের নেতৃত্বে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে স্থানীয় প্রশাসন ও জনগণ প্রত্যাশা প্রকাশ করেছেন।
 
উল্লেখ্য ডাঃ রেজাউল হাসান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সুযোগ্য সন্তান।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত