ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কুতুবদিয়ার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ৩:৪৫
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কুতুবদিয়ার মেধাবী সন্তান  ডা. রেজাউল হাসান। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। 
 
ডা. রেজাউল হাসান এর আগে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেসিয়া কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এনেস্থেসিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রেকর্ড নম্বর নিয়ে এসএসসি পাস করে স্থানীয় পর্যায়ে সাড়া জাগান।  
 
নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. রেজাউল হাসান বলেন, “কুতুবদিয়ার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা করব। এই অঞ্চলের স্বাস্থ্যখাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি দীর্ঘদিন ধরে উপজেলার স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত থাকায় স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে জানান।  
 
স্থানীয় বাসিন্দাদের মতে, ডা. রেজাউলের নেতৃত্বে উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রক্রিয়া আরও গতিশীল করতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে।  
 
৩০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। ডা. রেজাউল হাসানের নেতৃত্বে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে স্থানীয় প্রশাসন ও জনগণ প্রত্যাশা প্রকাশ করেছেন।
 
উল্লেখ্য ডাঃ রেজাউল হাসান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সুযোগ্য সন্তান।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন