যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙলা কলেজে এ

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও ভিবিন্ন সংগঠন ও রাজনৈতিক সংগঠন সহ কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের
আয়োজন করা হয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকেই আত্মত্যাগ করেছিলেন এই মাতৃভাষার জন্য । তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। সকাল ৭টার সময় বাঙলা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়।
এরপর কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সবাই কালো ব্যাজ ধারণ করেন। কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা সহ ভাষা শহীদদের স্মরণে কলেজ প্রাঙ্গণে শোক র্যালি অনুষ্ঠিত হয় এবং সেখানে অংশগ্রহণকারীরা একসঙ্গে গেয়ে ওঠেন “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”।
এরপর সবাই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দের শ্রদ্ধা নিবেদনের পরে কলেজের সকল বিভাগ গুলো এবং সহ-শিক্ষা সংগঠনগুলো এক এক করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিল বাঙলা কলেজ বিএনসিসি, নেভি ও নৌ-শাখা, রোবার স্কাউট, গার্লস গাইড, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস), বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাব, বাঁধন, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সংগঠনগুলো। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙলা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির, ছাত্র-অধিকার পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলা ভাষার গুরুত্ব এবং বর্তমান বিশ্বে এর চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশিত হয়।
এরপর ভাষা আন্দোলনের জনক এবং বাঙলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোরহুম প্রিন্সিপাল আবুল কাসেম স্যারের কবর জিয়ারত করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ২১শে ফেব্রুয়ারি তাদের জন্য শুধু ইতিহাস নয়, বরং মাতৃভাষার প্রতি দায়িত্বশীল হওয়ার অঙ্গীকারও বয়ে আনে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আরও অনুরাগী করে তুলবে বলে মনে করেন তার।
এমএসএম / এমএসএম

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ

আলোর মেলা গণ বিশ্ববিদ্যালয়ে: দীপাবলির রাতে প্রদীপের গল্প

২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা
