যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙলা কলেজে এ
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও ভিবিন্ন সংগঠন ও রাজনৈতিক সংগঠন সহ কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের
আয়োজন করা হয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকেই আত্মত্যাগ করেছিলেন এই মাতৃভাষার জন্য । তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। সকাল ৭টার সময় বাঙলা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়।
এরপর কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সবাই কালো ব্যাজ ধারণ করেন। কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা সহ ভাষা শহীদদের স্মরণে কলেজ প্রাঙ্গণে শোক র্যালি অনুষ্ঠিত হয় এবং সেখানে অংশগ্রহণকারীরা একসঙ্গে গেয়ে ওঠেন “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”।
এরপর সবাই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দের শ্রদ্ধা নিবেদনের পরে কলেজের সকল বিভাগ গুলো এবং সহ-শিক্ষা সংগঠনগুলো এক এক করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিল বাঙলা কলেজ বিএনসিসি, নেভি ও নৌ-শাখা, রোবার স্কাউট, গার্লস গাইড, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস), বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাব, বাঁধন, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সংগঠনগুলো। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙলা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির, ছাত্র-অধিকার পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলা ভাষার গুরুত্ব এবং বর্তমান বিশ্বে এর চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশিত হয়।
এরপর ভাষা আন্দোলনের জনক এবং বাঙলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোরহুম প্রিন্সিপাল আবুল কাসেম স্যারের কবর জিয়ারত করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ২১শে ফেব্রুয়ারি তাদের জন্য শুধু ইতিহাস নয়, বরং মাতৃভাষার প্রতি দায়িত্বশীল হওয়ার অঙ্গীকারও বয়ে আনে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আরও অনুরাগী করে তুলবে বলে মনে করেন তার।
এমএসএম / এমএসএম
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার