ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:০

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ৮০টি বেসরকারী বীমা কোম্পানীর মালিকদের শীর্ষ সংগঠন। ৮০টি কোম্পানীর মধ্যে ৩৫টি লাইফ ও ৪৫টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে ৭৬টি বীমা কোম্পানীর প্রতিনিধি ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হন। নির্বাহী কমিটির নির্বাচন 
২২ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।  ৭৬ জন ভোটারের ভিতরে ৫৩ জন ভোটার সরাসরি ভোট প্রদানের মাধ্যমে ২০ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেন। এখানে উল্লেখ্য যে, লাইফ থেকে দশ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য দিকে নন-লাইফ ইন্স্যুরেন্স-এর ১৯ জন প্রার্থীর মধ্যে ১০ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির ২০ জন সদস্য গত ২৩ শে ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখে সাঈদ আহমেদ-কে প্রেসিডেন্ট, আদিবা রহমান-কে প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)-কে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।

প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিঃ ও পিউরিটি ফুডস লিঃ এর চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিঃ, সিটি হোমস্ লিঃ ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লিঃ (পদ্মা ব্যাংক লিঃ) এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তণ চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট।

প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান বর্তমানে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও তিনি ডেল্টা লাইফ সিকিউরিটিঁজ-এর চেয়ারম্যান।

ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) বর্তমানে তিনি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান ও এমসিও ট্রেডিং ইন্টারন্যাশনাল (প্রাইভেট লিঃ) লিমিটেড-এর চেয়ারম্যান।

নির্বাহী কমিটির নির্বাচিত অন্য ১৭ জন সদস্য হলেন-
আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, হোসেন আখতার, চেয়ারম্যান, সিটি ইন্স্যুরেন্স, মজিবুল ইসলাম, চেয়ারম্যান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, মোহাম্মদ ফখরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমিন হেলালী, ভাইস-চেয়ারম্যান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেলাল আহমেদ, পরিচালক, জনতা ইন্স্যুরেন্স, সৈয়দ বদরুল আলম, পরিচালক, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, তায়েফ বিন ইউসুফ, পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আরিফ সিকদার, পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারজানাহ চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মোঃ জালালুল আজিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মোঃ ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এশিয়া ইন্স্যুরেন্স, মোঃ কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রিপাবলিক ইন্স্যুরেন্স, মোঃ আবদুল মতিন সরকার, মুখ্য নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। 

এমএসএম / এমএসএম

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিএমইউতে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ অনুষ্ঠিত

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি-এর যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডের যাত্রা শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী পালন

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ