নাগেশ্বরীতে পলাতক চেয়ারম্যানের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
নাগেশ্বরীর বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ প্রভাবশালী নেতা ও কুড়িগ্রাম-১আসনের এমপি আছলাম হোসেন সওদাগড়ের ঘনিষ্ট সোলায়মান আলী সরকার পতনের পর থেকে দীর্ঘ অনুপস্থিতির কারণে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করে বলেন চেয়ারম্যান থাকা কালীন সময়ে ক্ষমতার দাফটে অনিয়ম ও দূর্নীতির কারনে বর্তমানে পলাতক রয়েছেন। ফলে চেয়ারম্যান পদ বহাল থাকলেও তিনি পরিষদে অনুপস্থিত থাকায় সাধারণ জনগণ বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বেরুবাড়ী বাজারে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান সোলায়মান আলী পরিষদে অনুপস্থিত থাকায় ভোটার তালিকা হালনাগাদ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনুদান, ভিজিডি-ভিজিএফ, টি-আর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফলে ইউনিয়নবাসী নিয়মিত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এছাড়া, স্থানীয়রা অভিযোগ করেন, পরিষদে চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় নানান দাপ্তরিক কাজ আটকে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যানের অনুপস্থিতির সমাধান চেয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, যদি চেয়ারম্যান নিজ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান গঠন করা উচিত। এতে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না।
মানববন্ধনে উপস্থিত বক্তাদের মধ্যে ওমর ফারুক হাজী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু, আক্কাস আলী, মাহালম মিয়া, আব্দুস সাফি মোল্লা ও রুবেল মিয়া বক্তব্য রাখেন। তারা সবাই চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে দ্রুত সমাধান চায় এবং পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়