ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নাগেশ্বরীতে পলাতক চেয়ারম্যানের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:৪০

নাগেশ্বরীর বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান  আওয়ামীলীগ প্রভাবশালী নেতা ও কুড়িগ্রাম-১আসনের এমপি আছলাম হোসেন সওদাগড়ের ঘনিষ্ট সোলায়মান আলী সরকার পতনের পর থেকে দীর্ঘ অনুপস্থিতির কারণে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করে বলেন চেয়ারম্যান থাকা কালীন সময়ে ক্ষমতার দাফটে অনিয়ম ও দূর্নীতির কারনে বর্তমানে পলাতক রয়েছেন। ফলে চেয়ারম্যান পদ বহাল থাকলেও তিনি পরিষদে অনুপস্থিত থাকায় সাধারণ জনগণ বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বেরুবাড়ী বাজারে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান সোলায়মান আলী পরিষদে অনুপস্থিত থাকায় ভোটার তালিকা হালনাগাদ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনুদান, ভিজিডি-ভিজিএফ, টি-আর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফলে ইউনিয়নবাসী নিয়মিত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া, স্থানীয়রা অভিযোগ করেন, পরিষদে চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় নানান দাপ্তরিক কাজ আটকে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যানের অনুপস্থিতির সমাধান চেয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, যদি চেয়ারম্যান নিজ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান গঠন করা উচিত। এতে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না।

মানববন্ধনে উপস্থিত বক্তাদের মধ্যে ওমর ফারুক হাজী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু, আক্কাস আলী, মাহালম মিয়া, আব্দুস সাফি মোল্লা ও রুবেল মিয়া বক্তব্য রাখেন। তারা সবাই চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে দ্রুত সমাধান চায় এবং পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে

এমএসএম / এমএসএম

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মসজিদের মিম্বার থেকে পার্লামেন্ট সকল স্তরে ওলামাদের বিচরণ হবে-শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ

সংকটে পড়া বৃদ্ধা আশ্রমের পাশে দাঁড়ালেন সমাজ সেবক আব্দুল করিম