মাসিক মাসোহারায় চলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান
মহাসড়কে তিন চাকার (ত্রি-হুইলার) যানবাহন চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় প্রতিনিয়ত এসব গাড়ির দেখা মিলছে। এতে ঘটছে নিয়মিত দুর্ঘটনা। সড়কে তিন চাকার যানবাহনের পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ভারী যানবাহনের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যান চলাচল এবং অদক্ষ চালকের কারণেই সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে, মহাসড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।
দেশে চলমান শৈতপ্রবাহের ফলে ঘন কুয়াশার ভিতরে বড় আকৃতির গাড়ির সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা। হাইওয়ে সড়কে পুলিশ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তিনচাকার যানবাহন গুলো পুলিশের সামনে গিয়ে অবাধে চলাচল করছে।
তথ্যমতে, সাতকানিয়া সদর থেকে কেরানীহাট, আমিরাবাদ থেকে কেরানীহাট,পদুয়া থেকে কেরানীহাট, বাজালিয়া থেকে কেরানীহাট, বাশঁখালী গুনাগরি থেকে কেরানীহাট চলাচল করে তিন চাকার গাড়িগুলো।
দেখা মিললো দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে সমানে চলছে তিন চাকার যানবাহন। বিশেষ করে ইজিবাইক-টমটম, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন-করিমন, মাহিন্দ্র। অন্যদিকে, চার চাকার গাড়ি গুলো যাত্রী পরিবহন করছে। এর মধ্যে লেগুনা, ছারপোকা, ম্যাজিক গাড়ি অন্যতম। চার চাকার এসব যানবাহনে চলাচলও বেশ ঝুঁকিপূর্ণ।সিএনজি চালক একজন বলেন, আমি জানি মহাসড়কে তিন চাকার গাড়ি নিষিদ্ধ। কিন্তু কেরানীহাট থেকে যাত্রী গুলো গাড়িতে উঠতে চাই ওনারা সাতকানিয়া রাস্তার মাথা হেঁটে আসে না। আমরা জীবনের তগিদে ঝুঁকি নিয়ে ভাড়া মারতে যায়।হাইওয়ে পুলিশ সিএনজি আটক করলে সহজে ছাড়ে না।প্রায় শুনি যে মহাসড়কে তিন চাকার যানবাহন উঠতে দেওয়া হবে না। এ নিয়ে মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে হাইওয়ে পুলিশ অভিযানে নামে। এর পরেও তো দেখছি ঠিকই এসব যানবাহন মহাসড়কে চলাচল করছে। তাই আমিও মহাসড়ক দিয়ে যাত্রী আনা-নেওয়া করছি।
সচেতন ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের মহাসড়কে সাধারণত তিন চাকার যানবাহন যেমন, অটো রিকশা, ব্যাটারিচালিত ইত্যাদি চলাচল নিষিদ্ধ। মহাসড়কগুলি দ্রুতগতি এবং বড় বড় যানবাহন চলাচলের জন্য তৈরি, এবং তিন চাকার যানবাহন সেগুলির গতির সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। তবে, কিছু বিশেষ এলাকায় বা শর্তসাপেক্ষে স্থানীয় কর্তৃপক্ষ অনুমতি দিতে পারে, তবে সাধারণ নিয়মে মহাসড়কে এসব যানবাহন চলতে পারে না।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রন্জণ চাকমা বলেন, আমরা উদ্যোগ নিচ্ছি মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধের। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিন চাকার যানগুলো আটক করলে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তারা বিভিন্নভাবে আন্দোলন করতে চাই। কিন্ত আমরা ড্রাইবার এবং শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় করছি এবং তিন চাকার যান মহাসড়কে নিষিদ্ধ সেটা প্রতিনিয়ত অবগত করছি। এছাড়া আমরা সড়কের জন্য ঝুঁকি এমন কোন যানবাহন চলতে দিব না যেটা চালক এবং যাত্রীর জন্য অনিরাপদ। আমরা আগামী একমাসের মধ্যে সড়কে চলাচল করা সিএনজি অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা সহ অন্য সব ধরনের যান আটক করে আইনগত ব্যবস্থা নিব।যেহেতু তিন চাকা (ত্রি-হুইলার) পরিবহন মহাসড়কে নিষিদ্ধ সেহেতু যাত্রীদের উচিত তিন চাকার পরিবহন গুলোতে যাতায়ত না করা।জনগন সচেতন হলে তারা নিজেদের দূর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে।মহাসড়কের নিরাপত্তায় আমরা সবসময় তৎপর।
এদিকে একাধিক চালক বলেন, আমরা মাসিক মাসোহারা দিই নয়তে মামলা দেয় তারা, তাই নিরাপত্তা নিতে মাসিক ৪হাজার টাকা করে গুনতে হয় আমাদের।
এমএসএম / এমএসএম
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত