ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

টুংগীপাড়া সড়কের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ৩:৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে  মহাসড়ক উন্নয়ন কাজ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। জানা গেছে, গত সরকারের সময়ে গোপালগঞ্জ সদরের ঘোনা পাড়া মোড় থেকে টুঙ্গিপাড়ার মধুমতি নদীর ব্রিজ পর্যন্ত,  ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়ার  দিয়ে-পিরোজপুর-বাগেরহাট সড়কের ১০ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল, তবে কাজটি অসম্পূর্ণ রয়েছে। এই মহাসড়কের উন্নয়ন কাজটি চার লেনে উন্নতি করনের কাজ শুরু হয়েছিল গত দেড় বছর আগে।এই সড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর ও বাগেরহাট রোডে শত শত পরিবহন যাতায়াত করে।

ওটিবিএল কোম্পানি ও আর বি এল কোম্পানি যৌথভাবে এই সড়ক নির্মাণের দায়িত্ব নিয়েছিল। তবে, ৯ কিলোমিটার রাস্তার কাজ শেষ হলেও ৬০০ থেকে ৭০০ মিটার সড়কের কাজ, যা টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পাটগাতি বাস স্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত, তা অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে গেছে। এই কাজ অসম্পূর্ণ থাকার কারণে সাধারণ মানুষের চলাচলে বিরাট সমস্যা সৃষ্টি হচ্ছে।

এছাড়া, এই সড়কটি দিয়ে ঢাকা থেকে পিরোজপুর, বাগেরহাট রোডের বাস চলাচল করে এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের যাতায়াতে ও অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানা ধরনের বিপাকে পড়ছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি রাস্তাটি অচল হওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। তাই, স্থানীয়দের দাবি, দ্রুত সময়ে রাস্তার অসম্পূর্ণ কাজ শেষ করা হোক যাতে সাধারণ জনগণ সহজেই চলাচল করতে পারেন এবং এলাকাবাসীকে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি দেওয়া হয়। এ বিষয় নিয়ে সড়ক বিভাগ প্রকল্পে দায়িত্বে থাকা গোপালগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রাসেলের সাথে কথা বললে তিনি জানান প্রকল্পের ফান্ড বন্ধ হয়ে গিয়েছে। যার কারণে রাস্তার কাজটা আপাতত বন্ধ আছে। তবে ফান্ড আসলে বাকি কাজটা সম্পন্ন হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় জনগণ আবেদন জানিয়েছেন

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ