ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

দেশের বাজারে ২০২৪-এ বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোন ম্যাজিক ভি৩ নিয়ে এলো অনার বাংলাদেশ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ৩:২১

২০২৪-এ বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া অনার ম্যাজিক ভি৩ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। সম্প্রতি দেশের বাজারে উন্মোচিত হয়েছে এই স্মার্টফোনটি। টাইম ম্যাগাজিনের বেস্ট ইনভেনশনস অব ২০২৪ হিসেবে স্বীকৃত, আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী এই স্মার্টফোনটি এখন উদ্ভাবনের নতুন উদাহরণ হিসেবে বাংলাদেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নিয়ে আসা হচ্ছে। 
অনবদ্য এই স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে গত ১ মার্চ; চলবে আগামী ০৫ মার্চ পর্যন্ত; ০৬ মার্চ থেকে ফোনটির ডেলিভারি শুরু হবে। প্রি-বুকিং দিলেই প্রত্যেক ক্রেতা একদম বিনামূল্যে পাবেন একটি ১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। অনার ম্যাজিক ভি৩ ফোল্ডেবল এআই স্মার্টফোনের মূল্য ২,১৯,৯৯৯ টাকা মাত্র।    
স্মার্টফোনে উদ্ভাবনকে নতুনভাবে তুলে ধরতে অনার ম্যাজিক ভি৩-তে আলট্রা-স্লিম ডিজাইন নিয়ে এসেছে অনার। এতে করে ফোনটি ফোল্ড করা অবস্থায় ৯.২ মিলিমিটার ও ফোল্ড না করা অবস্থায় ৪.৩৫ মিলিমিটার আকারে থাকবে। মাত্র ২২৬ গ্রাম ওজনের এই ফোনটিতে অ্যারোস্পেস-গ্রেডের ফাইবার দিয়ে তৈরি আর্মর ব্যবহার করা হয়েছে, যা এর ইমপ্যাক্ট রেজিজট্যান্সকে ৪০ গুণ বৃদ্ধি করতে সক্ষম। ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিতে আইপিএক্স৮ ব্যবহার করা হয়েছে, যা পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। 
অনার ম্যাজিক ভি৩’র ৬.৪৩ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে ও ৭.৯২ ইঞ্চির ইন্টারনাল ফোল্ডেবল স্ক্রিন, এই দুটিতেই ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে অনন্য এ ডিসপ্লে। পাশাপাশি, এর ট্রিপল-ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৩.৫X অপটিক্যাল জুম সহ ২০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাবলীলভাবে সেলফি ও ভিডিও ধারণ নিশ্চিতে এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এগুলোর এআই-সমৃদ্ধ মোশন সেন্সিং টেকনোলজি ব্যবহারকারীর তোলা ছবিকে আরও নিখুঁত ও ঝকঝকে করে তুলবে। 
অনার ম্যাজিক ভি৩-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। ফোনটিতে ১২ জিবি বা ১৬ জিবি র‍্যামের পাশাপাশি, ২৫৬ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকছে। একইসাথে, এতে ৫,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিতে ৬৬ ওয়াটের ওয়্যারড সুপারচার্জ ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে। 

এমএসএম / এমএসএম

দেশজুড়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিলো বিকাশ

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে এমওইউ স্বাক্ষর

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭১তম সভা অনুষ্ঠিত

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে ৩ টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০ টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলে আটক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

৫৫ তম বিজয় দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

অপসোনিন ফার্মা লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন

স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি