পাবনায় যানবাহনে ডাকাতির ঘটনায় মামলা দায়ের

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছের গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। তবে বিভিন্ন গণমাধ্যমে অনেকগুলো গাড়িতে ডাকাতির ঘটনা উল্লেখ হলেও পুলিশের দাবি, মাত্র তিনটি গাড়িতে ডাকাতি হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ শাহীন মন্ডল নামের এক ব্যক্তি বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শাহীন মন্ডল পাবনা সদর উপজেলার টিকোরী গ্রামের মৃত মুন্তাজ মন্ডলের ছেলে। শাহীন মন্ডলসহ ভুক্তভোগী ৫/৬ মিলে একটি মামলা করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি সাইদুর রহমান জানান, শাহীন মন্ডল দাবি করেছেন ঢাকা থেকে মাইক্রোবাসযোগে তারা পাবনায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাঁথিয়া তলট ব্রিজের পাশে ছেঁচানিয়া এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল তাদের নগদ টাকা, মোবাইল লুট করে নিয়ে গেছে। ওসি আরো জানান, শাহীন মন্ডলের সাথে তার আশপাশে আরো ৫/৬টি যানবাহনে ডাকাতদল হানা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে, এখন পর্যন্ত ডাকাতির সাথে জড়িত কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে, ডাকাতির ঘটনায় ঠিক কতটি যানবাহনে ডাকাতি হয়েছে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ডাকাতি ঘটনার প্রত্যক্ষদশী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ঘটনার সময় গাড়ি জড়ো হয়েছিল অন্তত ৩০টি। তার মধ্যে ১৫ থেকে ২০টি গাড়িতে ডাকাতদল ডাকাতি করতে পেরেছে। আর কিছু গাড়ি পেছনে আসার পর ডাকাতির ঘটনা টের পেয়ে তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিএনজি অটোরিকশা চালক সাঁথিয়ার রফিকুল ইসলাম বলেন, ’ওই সময় গাড়ির আলোতে দেখে মনে হয়েছে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা মিলে ২৫ থেকে ৩০টি যানবাহন ছিল। তার মধ্যে ১৫ থেকে ২০টি গাড়িতে ওরা ডাকাতি করতে পেরেছে। আর যারা পরে এসে পেছনের দিকে ছিল তারা অবস্থা খারাপ বুঝতে পেরে দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়।’
তবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডলের দাবি মাত্র ৩টি গাড়িতে ডাকাতি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের তথ্য মতে একটি হায়েচ, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ডাকাতি হয়। এর মধ্যে হায়েচে এক প্রবাসী ছিলেন। তিনি বিদেশ থেকে বাড়ি আসছিলেন, তার কাছ থেকে একটি লাগেজ, সিএনজি অটোরিকশার যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ও মোটরসাইকেল চালকের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়েছে। এর বাইরে আর কোনো গাড়ি থেকে ডাকাতি হয়নি। খুব শিগগির ডাকাতদলকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে পাবনার সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কের তলট ছেঁচানিয়া নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন আটকে ডাকাতি করে একদল ডাকাত। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০টি যানবাহনে অস্ত্রের মুখে ডাকাতি করে ডাকাতদল।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
