ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দেশকে ব্রান্ডিং করার এটাই সেরা সময় : মো. হাসানুজ্জামান কল্লোল


জাহিদুল ইসলাম শিশির photo জাহিদুল ইসলাম শিশির
প্রকাশিত: ৭-৯-২০২১ রাত ১১:১৩

দেশকে ব্রান্ডিং করার এটাই সেরা সময় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ  হাসানুজ্জামান কল্লোল। গতকাল মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দেশের ডকুমেন্টারি নির্মাতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।বাংলাদেশের কৃষি সম্ভাবনাকে ব্রান্ডিং করতে বাংলাদেশ যোগ দিতে যাচ্ছে দুবাই এক্সপো ২০২০ তে। সেখানে কৃষি মন্ত্রণালয় খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিদিন দেশের বিভিন্ন বিষয়ে প্রতিদিন  ১ঘন্টার প্রডাক্ট প্রমোশন দেখাবে। সে প্রমোশনের মধ্য দিয়েই বিশ্ব দরবারে তুলে ধরা হবে বাংলাদেশের কৃষির অগ্রগতির নানাদিক। 

সে সব প্রমোশনাল ডকুমেন্টারি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এ বিশেষ সভায় তিনি বলেন, এখানে একটি ডকুমেন্টারি তৈরী করে কত টাকা পাচ্ছি সেটা বিবেচনায় না নিয়ে একজন নাগরিকের দেশপ্রেমের জায়গা থেকে কাজ করতে হবে। নিজের জায়গা থেকে নিজের দেশকে ব্রান্ডিং করার এটাই সেরা সময়।

তিন আরো বলেন, মনে রাখতে হবে আমরা যেখানে এসব ডকুমেন্টারি নিয়ে অংশ গ্রহণ করতে যাচ্ছি সেখানে আমাদের অনেক প্রতিদ্বন্দ্বিদেশও অংশ নিবে। বিশেষ করে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনামসহ আফ্রিকার অনেক দেশ তাদের পণ্য সম্ভার নিয়ে আসবে। তাদের প্রযুক্তিগত সার্পোটসহ আইডিয়া ভিত্তিক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে আমাদের। কোন কারণে যদি আমরা আইডিয়া সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহারে হেরে যায়, তবে হেরে যাবে আমাদের দেশ। এটা হতে পারে না।

তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দ্রূত এগিয়ে চলেছে। ট্রেডিশনাল কৃষি ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তির স্পর্শে আধুনিক কৃষির দিকে অনেকদূর অগ্রসর হয়েছি আমরা। সেই সাথে আমাদের গবেষণা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে বহুগুন। কৃষি গবেষণায় বিশ্বের বহুদেশকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। আমদানী নির্ভর দেশ থেকে বেরিয়ে আমরা রপ্তানী মুখি দেশের কাতারে  পৌঁছে গেছি।

এখন বিশ্ববাসীকে জানাতে হবে আমরা কতটা হাইজেনিক পরিবেশে এবং বিভিন্ন স্তরে কতটা বিজ্ঞানসম্মত উপায়ে পণ্য উৎপাদন ও প্যাকেজিংসহ গুনগতমান নিশ্চিত করে বিশ্ববাজারে যাচ্ছি। বিশ্ববাসীকে এ অভয় দিতে হবে যে, বাংলাদেশের পণ্য মানেই গুনে মানে উন্নত। সেই সাথে হাইজেনিক। তাহলেই দেশে প্রেমের জায়গা থেকে আমরা মাতৃভূমির পক্ষে কাজ করতে পারবো। তিনি বলেন, আর এতসব কাজ করতে হবে আমাদের মাত্র ৩ মিনিটের একটি ডকুমেন্টারিতে। এখানেই মেধা ও সুজনশীলতার স্বাক্ষর রাখতে হবে। 

১৬ অক্টোবর বিশ্বখাদ্য দিবসে কৃষি মন্ত্রণালয়  খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে ২০ মিনিটের এবং দুবাই এক্সপো উপলখ্যে আরো ১০টি প্রতিটি ০৩  মিনিটের ডকুমেন্টারি তৈরী হবে।  এই ১১টি ডকুমেন্টারিতেই বিশ্ববাসীর সামনে ফুটিয়ে তোলা হবে বাংলাদেশের কৃষি খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি অজির্ত দক্ষতার চিত্র। 

আলোচনায় ১১ জন নির্মাতা ও তিন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অংশ নেয়া ১১জন  প্রত্যেক নির্মাতাকে কাজ দেয়ার ডাইনামিক সিদ্ধান্ত দেন তিনি। এতে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এর আগে কোন একক বা  হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান এসব কাজ করেছে।

এমএসএম / জামান

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে