ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৩:১৫

আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোমি ১০ জন নারীকে সম্মাননা সম্মাননা জানাল নারী কেন্দ্রীক আলোচিত সংগঠন ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’।দিনটির তাৎপর্য তুলে ধরতে শনিবার, ৮ মার্চ, বিকেলে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করে বিশেষ সেমিনারের। সেমিনার শেষে উদ্যোমী ১০ নারীকে দেওয়া হয় সম্মাননা স্মারক।

শতাধিক নারীর উপস্থিতিতে অনুষ্ঠানে সম্মাননা স্মারক হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট নারী উদ্যোক্তা ও রন্ধনবিদ মেহেরুন নেসা। এসময়  আরো উপস্থিত ছিলেন ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ -এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি বাবুল হৃদয়, সুমন চৌধুরী, প্লানিং ডিরেক্টর, প্রতিষ্ঠানের মহাসচিব, বিশিষ্ট নারী উদ্যোক্তা, রন্ধনবিদ ও টেলিভিশন উপস্থাপক তানিয়া শারমিন, ভাইস প্রেসিডেন্ট নাজমা বেগম, আফলাতুন নাহার কাজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজনিন সুলতানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হালিদা পারভিন, আন্তর্জাতিক সম্পাদক রিদওয়ানা আফরিন সুমী, দপ্তর সম্পাদক ইতি চৌধুরী মম, সাংস্কৃতিক সম্পাদক নাদিরা মুক্তাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিশেষ দিনের সম্মাননা নিয়ে মহাসচিব তানিয়া শারমিন বলেন, ‘নারী দিবসের আয়োজনে উদ্যোমী নারী যাতে আরো উদ্যোমী হয়ে কাজে মনোনিবেশ করে, তাদের অনুপ্রাণিত করতেই এই সম্মানার আয়োজন। আমাদের ইচ্ছে আছে আগামীতে আজকের মতো এমন জমজমাট আয়োজনে সারা দেশের উদ্যমী নারীদের খুঁজে বের করে তাদের সম্মাননা জানাব আমরা ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু মন্ত্রনালয়ের নারী নির্যাতন সেলের অফিসার হালিমা বেগম, ‘উইমেন বাংদেশ’ ম্যাগাজিনের সম্পাদক রেহানা পারভীন। সেমিনারে বক্তারা মাগুরার ৮ বছরের শিশুকে ধর্ষণের তীব্র নিন্দা  ও দ্রুত বিচারের দাবি জানান।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ নারী উদ্যোক্তা রুমানা রহমান, দিল আফরোজ সাইদা, কাকলি কেয়া, শাহানাজ বেগম, জেসমিন খান চাদনি ও নারী অঙ্গনের বিশিষ্টজনরা। সন্ধ্যায় সেমিনার, ইফতার ও ডিনার করে বাড়ি ফিরেন নারীরা।  অনুষ্টানটির পাওয়ার্ড বাই ছিল প্রাণ গ্রুপ।

২০২১ সালে যাত্রা শুরু হয় ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ এর। বর্তমানে  প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আফরোজা হেলেন। তিনি পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রীও।

এমএসএম / এমএসএম

পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে যোগদান

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন