ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বাঘায় পুকুর হতে যুবকের লাশ উদ্ধার


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১১:২৮

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিণা এলাকা থেকে জুয়েল হোসেন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। জুয়েল হোসেন পার্শ্ববর্তী চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম মৃধা পান্নাপাড়া এলাকার মকবুল হোসেনের ছোট ছেলে। 

জানা যায়, বাঘা উপজেলার হরিণা পশ্চিম পাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানার (শিক্ষক) বাড়ির দক্ষিণ পাশের পুকুরপাড়ে ফজরের নামাজ শেষ করে আসার পথে স্থানীয় মাবুদ নামে এক ব্যক্তি মোটরসাইকেল দেখতে পান। তার ডাকে লোকজন ছুটে আসে। পরে পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে বাঘা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে। 

স্থানীয় জামিল হোসেন নামের এক ব্যক্তি বলেন, সকালে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যেতে দেখেছি। 

মাসুদ রানা (শিক্ষক) বলেন, ফজরের নামাজ পড়ার জন্য উঠি। তখন খুব জোরে একবার শব্দ শুনতে পাই। তারপর আর কোনো শব্দ না পেয়ে বের হইনি। সকালে শুনলাম পুকুরে লাশ পাওয়া গেছে। 

নিহত জুয়েল হোসেনের মা ও স্ত্রী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। নিহতের বড় ভাই জহুরুল বলেন, আমার ভাই আগে রাজমিস্ত্রির কাজ করত। এখন সে কবিরাজি করে। এখানে এসে জানতে পারলাম আমার ভাই ডিবি ও র‍্যাবের সোর্স হিসেবে কাজ করত।

সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়ের পাকা রাস্তায় পূর্ব দিক থেক আসা ও পশ্চিম দিক থেকে আসা দুটি পৃথক মোটরসাইকেলের টায়ারের দাগ রয়েছে। পাড়ের আমগাছের ৫ ‍ইঞ্চি উচ্চতায় মোটরসাইকেলের স্যাইলেনসার পাইপ লাগার দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে ৩০০ গজ পশ্চিমে রাস্তার বিভিন্ন জায়গার লাল রংয়ের মোটরসাইকেলের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়। তবে লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। 

বাঘা থানার এসআই তৈয়ব আলী বলেন, লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। লাশের সাথে একটি স্মার্টফোন ও সিম্ফনি ব্র্যান্ডের একটি বাটন ফোন, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র ও প্রশাসনিক সোর্সের দুটি কার্ড এবং একটি ব্যাগ পাওয়া যায়। এছাড়াও একটি সিলভার কালারের ১০০ সিসি ফ্রিডম মোটরসাইকেল, যার নম্বর নাটোর-হ ১১-১৮-২৩ পাওয়া যায়। 

বাঘা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম হরিণা এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে। পুকুরে আরো কোনো লাশ আছে কি-না জানতে রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছে। তবে কিছুই পাওয়া যায়নি। 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে মনে হচ্ছে। মোটরসাইকেল চালক জুয়েল চলতি অবস্তায় পুকুরে পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি।
এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।

জামান / এমএসএম

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার

সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল