আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহাৎসব শুরু, ভক্তদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ

পুণ্য দাল-পূর্ণিমা তিথিত শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহাৎসব আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে তিনব্যাপী শুরু হচ্ছে। পাবনার হিমাইতপুর আশ্রম প্রাঙ্গণে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বুধবার থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সৎসঙ্গী এবং ঠাকুর ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। আগামী তিনদিন ব্যাপী চলবে এই উৎসব। উৎসবকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ পড়ে গেছে।
তিন দিনের অনুষ্ঠানর প্রথম দিন বৃহস্পতিবার আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদশ সুপ্রিম কোর্টের এ্যাডভাকট ব্যারিষ্টার মাহাম্মদ শিশির মনির। বিশেষ অতিথি থাকবেন দারুল আমান ট্রাস্টের পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, পাবনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মলয় কুমার দাসরায়, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোসাব্বির হোসন সঞ্জু। এছাড়াও ধর্মীয় আলুচকবৃন্দ আলাচ্য বিষয়র উপর আলাচনা করবন।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিআইডব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যান ও এবি ট্রাস্টেও চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ডু, বাংলাদশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী প্রভাস ভদ্র। এছাড়াও ধর্মীয় আলোচকবৃন্দ আলাচ্য বিষয়র উপর আলাচনা করবেন।
আয়োজকরা জানান, তিন দিন ব্যাপী মহাৎসবর অনুষ্ঠানমালায় থাকছে ধর্মসভার পাশাপাশি ঊষালগ মাঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, প্রভাতে এবং সন্ধ্যায় সমবত প্রার্থনা, ভক্তি সংগীত, শুভ অধিবাস, বিশ্বকল্যাণ বিশেষ প্রার্থনা, পুরুষোত্তমের শুভ সপ্তত্রিংশতী-উত্তর শততম জন্মলগর স্মতিচারণ, (পুরুষোত্তমের দিব্য তনু স্মরণ ৮১ বার পুষ্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, শখধনি, পুরুষোত্তম প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন), জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা ও মাতৃবন্দনা সহযোগে সৎসঙ্গ পতাকা উত্তোলন, ভগবান শ্রীকৃষ্ণের দালযাত্রা, লীলাকীর্ত্তন, শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব পুণ্যলগ্নের স্মতিচারণ, শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা, মাতৃ সম্মেলন, কর্মী সম্মেলন, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ ও রাতে লোকরঞ্জন অনুষ্ঠান।
তিন দিনের এই উৎসবের প্রধান আকর্ষণ ধর্মসভা। যার আলাচ্য বিষয় থাকবে-“দোল-দীপালীর প্রাণনদীপনায় পরমতীর্থ”,“সৎসঙ্গ নিবন্ধনের শতবর্ষ উদযাপনে সাংগঠনিক কর্মসূচি প্রণয়ন”, “নিবন্ধনের শতবর্ষে সৎসঙ্গের ভূমিকা” ও “বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস্ ধর্ম তা”।
তিনদিন ব্যাপী উৎসবের রাতে লোকরঞ্জন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাউল শিল্পী শ্রী রথীন মিত্র, বাউল শিল্পী নিতু বালা এবং বিভিন্ন জেলা থেকে আগত সৎসঙ্গী শিল্পী বৃন্দ।
সৎসঙ্গ কদ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস চদ্র বর্মণ জানান, এবার দাল উৎসব সারা দশ থক বিপুল পরিমান ভক্তবদ সমবত হবেন বল আশা করছি। ইতামধ্যই আমাদের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। ঠাকুরের কৃপায় সুদন ও সুষ্ঠুভাব উৎসব পালিত হবে বলে মনে করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন।
এদিকে উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন দিন ধরেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও ব্যাবের টহল থাকবে।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসবকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বচ্চো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ থাকবেন। এছাড়াও সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, এনএসআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
