প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে স্বর্ণলতা

বাংলার প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলতে যে কয়েকটি লতা রয়েছে তাদের অন্যতম হচ্ছে স্বর্ণলতা বা আলোকলতা। শ্যামল বাংলার পথে প্রান্তরে আপন রূপের মহিমা ছড়ায় এই পরজীবি উদ্ভিদ। এক সময় দেশের সব জায়গায়ই গাছে গাছে দেখা মিলতো স্বর্ণলতা। অযত্ন অবহেলায় বর্তমানে দিন দিন প্রকৃতি থেকে বিলুপ্তির পথে নানা ঔষধি গুণে ভরপুর স্বর্ণলতা।
আধুনিকতার ছোঁয়ায় বন-জঙ্গল ও ঝোঁপঝাড়ে কমে যাওয়া আর এলোপ্যাথি চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছার কারণেই উপকারী এই লতাটি বিলুপ্ত হয়ে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রবীণ আয়ুর্বেদিক চিকিৎসক শৈলেন্দু দাসের সাথে কথা বললে তিনি বলেন, স্বর্ণলতায় রয়েছে বিস্ময়কর ঔষধি গুণ। এটিকে কফনাশক, কৃমিনাশক, খোসপাঁচড়া নিবারণকারী, পিত্তনাশক, বায়ুনাশক, মুখের অরুচি ভাব কাটতে, মুখের ঘা সারাতে, শরীরের ক্ষতস্থান দ্রুত সারাতে, কোষ্ঠকাঠিন্যের ঔষধ হিসেবে অত্যন্ত পরিচিত। এছাড়াও চুলকানি, উচ্চরক্তচাপ, হাড়ের চিকিৎসা, জন্ডিস, যকৃতের রোগ, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি জটিল রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়েও এর উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে।
বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হেলাল উদ্দিন খান বলেন, স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এটি পাতাবিহীন সোনালি বর্ণের এক ধরনের নরম সরু লতা। লতাটিই মূলত এর শরীর, মূল ও কাণ্ড। লতা হতেই এর বংশ বিস্তার। সোনালী রং এর চিকন লতার মত বলে এইরূপ নামকরণ। অনেক ক্ষেত্রে এই পরজীবী উদ্ভিদটি আশ্রয় দাতা গাছের মৃত্যু ঘটিয়ে থাকে। এটি বর্ষজীবী ঔষধি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম (কাসকিউটা রিফ্লেক্সা) এবং ইংরেজি নাম (জায়ান্ট ডডা)। লতাটি ছোট-বড় গাছ ও ঝোঁপঝাড়ে জড়িয়ে থাকে। স্বর্ণলতার হস্টেরিয়া নামক চোষক অঙ্গ থাকে, যার মাধ্যমে লতাটি পোষক উদ্ভিদ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে বেঁচে থাকে। কয়েকটি প্রজাতি রয়েছে এ উদ্ভিদের। এরা খুব কম সময়েই বেড়ে উঠতে সক্ষম। ফুল থেকে এক ধরনের ফল জন্মে, ফলের বীজ থেকে এরা বংশবৃদ্ধি করে থাকে। এটি প্রাচীনকাল থেকেই মানুষের নানা রোগে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে গ্রামীণ প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত হয়ে পড়ছে নানা গুণসম্পন্ন উপকারী এ স্বর্ণলতা।
বারহাট্টা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার বলেন, একসময় আমাদের মা-চাচিরা এই লতাটিকে নানা রোগে ঔষধ হিসেবে ব্যবহার করতেন। শুধু ঔষধই নয়, বিছানায় ছারপোকা হলে এই লতা এনে বিছানার নিচে বিছিয়ে দিতেন, এতে ছারপোকা পালিয়ে যেত।
তিনি আরও বলেন, দুই-তিন যুগ আগেও দেশের যে কোন স্থানে পথে প্রান্তরে ব্যাপকভাবে চোখে পড়তো স্বর্ণলতা। বিশেষ করে বড়ই গাছই মূলত এর প্রধান ধারক গাছ। কিন্তু বর্তমানে পাড়াগাঁয়ে পথের পাশে বড়ই গাছ আর অবহেলা অনাদরে সহজে বেড়ে ওঠে না। যদিও বা কোথাও বেড়ে ওঠে এর মালিক দাঁড়িয়ে যায় এবং পরিকল্পিত ও বেশি ফলনের প্রয়োজনে প্রতি বছরই একটা সময়ে এর ডালপালা ছেঁটে ফেলা হয়। ফলে অবলম্বন হারায় স্বর্ণলতা। সেই গাছে নতুন ডালপালা গজায় কিন্তু স্বর্ণলতা আসে না। যদিও বা আসে তাকে আগাছা হিসেবে উপড়ে ফেলা হয়। আর এভাবেই বিলুপ্ত হয়ে পড়ছে স্বর্ণলতা।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের চারপাশের প্রকৃতিতে অযত্নে থাকা গাছগাছালির যে কতো ঔষধি গুণ রয়েছে তা আমরা অনেকেই জানি না। শুধু ঔষধি গুণই নয়, এসব গাছ, লতা আমাদের পরিবেশের ভারসাম্যও রক্ষা করে থাকে। এসব গাছগাছালি আমাদের জন্য অনেক উপকারী। সৃষ্টির সব ধরনের গাছ, উদ্ভিদ ও লতা আমাদের কল্যাণের জন্যই টিকিয়ে রাখা জরুরি।
এমএসএম / এমএসএম

হাবিবুল্লাহ নগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ

জয়পুরহাটে ''দূর্বার তারুণ্য'' বইয়ের মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক

কাউনিয়ার নুর ইসলাম বাচতে চায়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোবিপ্রবি ছাত্রদল সভাপতি শুভ’র ইফতার মাহফিল

এতিম শিক্ষার্থীদের পাশে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে

রায়গঞ্জে নারিকেল চুরি ও বৈদ্যুতিক মিটার ভাংচুরের অভিযোগ

সুবর্ণচরে চরমজিদের শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে আলোচনা সভা এবং ইফতার মাহফিল

উলিপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা সভা

চৌগাছা পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা

গজারিয়ায় ইফতার ও দোয়া

গাজায় গণহত্যা ও দেশে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

কুড়িগ্রামে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
