বাকেরগঞ্জ সড়কে বেপরোয়া অবৈধ লরি নিষিদ্ধ যানের কারণে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটে মহাসড়কে নিষিদ্ধ নানা ধরনের যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে । এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে পথচারীরা।
এসব যানবাহনের বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক বছরে দু থেকে তিনটিরও বেশি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনেরও বেশি। আহতসহ পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং-নছিমন, করিমন, আলমসাধু, বালি, মাটি ও ইট টানা ট্রলি এবং ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক নামক এসব অবৈধ যানবাহনের দেখা মেলে বাকেরগঞ্জ উপজেলার সর্বত্র। চলতি বছরের মার্চ মাসে অবৈধ লরির কারণে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন১জন , ৪ জনের বেশি আহত হয়েছেন।অবৈধ এসব যানবাহনের সরকারি কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের সামনে দিয়েই এদের অবাধ চলাচল।
এই যানবাহনগুলো মূলত যাত্রী পরিবহন, কৃষকদের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করা, বিভিন্ন এলাকা থেকে গাছের খড়ি ভাটায় আনা এবং বিভিন্ন এলাকায় ইট পৌঁছে দেওয়ার কাজে ব্যবহারিত হয় । প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা মাঝে মাঝে এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেন এবং অবৈধ এসব পরিবহন আটকে অভিযান পরিচালনা করেন। কিন্তু তবুও বন্ধ হচ্ছে না এসব যান চলাচল এবং দুর্ঘটনা।
এসব অবৈধ যানের চালকরাও বেশির ভাগ অপ্রাপ্তবয়স্ক ও কিশোর। তাঁদের নেই কোনো লাইসেন্স। নেই কোনো প্রশিক্ষণেরও ব্যবস্থা। বেপরোয়া চালানো, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রায় প্রতিনিয়তই সড়কের কোথাও না কোথাও ঘটে থাকে দুর্ঘটনা। ফলে সড়ক দুর্ঘটনায় জীবন দিতে হচ্ছে কোনো না কোনো পরিবারের একমাত্র উপার্জনকারী অভিভাবক। অথবা হাত-পা ভেঙে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেকের। এ ধরনের যানবাহনের ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী, পণ্য বা ইট, বালু, মাটি চাপিয়ে হাট-বাজারসহ নানা স্থান বেপরোয়া গতিতে চলাচল করে। ফুটপাতেও এই অবৈধ গাড়ির দখল রয়েছে। এতে যেমন বেড়েই চলেছে শিশু শ্রমিকের সংখ্যা, তেমনি অদক্ষ চালকের হাতে এই বাহন যাওয়ায় সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
সাধারণ পথচারীরা বলেন, উপজেলা সড়কগুলা খুবই অনিরাপদ হয়ে উঠেছে। রাস্তার পাশে নেই কোনো নির্দেশনার চিহ্ন। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও প্রাণহানি রোধে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অচিরেই চরম ভোগান্তির শিকার পোহাতে হবে বলে মনে করেছেন সচেতন মহল।
বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার
জানান, লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন অবৈধ লরি আসলেই তারা বেপরোয়া গতিতে চালায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দুর্ঘটনা বেড়েই চলেছে এ ছাড়া বিভিন্ন এলাকায় কিছু দুর্ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। যা আমাদের কাছে অভিযোগ আসেনা। এগুলো আমাদের তালিকায় নেই। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে এ বাহন নিষিদ্ধ। বাইরের সড়কগুলোতে চলে। তবে পথচারীদের সমস্যা সৃষ্টি করে নয়। জনসাধারণের সমস্যা মনে করে মাঝে মাঝে আমরা এই বাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। এবং আমরা অতি তাড়াতাড়ি বি আর টি এর ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব
এমএসএম / এমএসএম

আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

পৈত্রিকসুত্রে পাওয়া জমির আংশিক অন্যের দখলে,ফিরে পেতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার

তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে যুবদল নেতা শাহেদের ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির আংশিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

রায়গঞ্জে ৫ টাকায় মিলছে ইফতারির সাত পণ্য

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু

প্রকৌশলীর গাড়িসহ ৩৭ লাখ টাকা জব্দ! বৈধ নথি দেখাতে ব্যর্থ, মুচলেকায় মুক্ত

সুবর্ণচরে মানবসেবা সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ কোটি টাকা তসরুপের অভিযোগ

লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ও আহত হয়েছেন আরও দুজন

রোজা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়:বিএনপি নেতা নুরুল আনোয়ার

বাকেরগঞ্জ সড়কে বেপরোয়া অবৈধ লরি নিষিদ্ধ যানের কারণে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা
