ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

গাসিকের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে প্রশাসকের মতবিনিময়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৫ রাত ১০:৫৪

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) উন্নয়নের গতি বাড়াতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে গাসিকের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গাজীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে উন্মুক্ত আলোচনা করেন। তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে নগরীর সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত গ্রহণ করেন।

আলোচনা সভায় গণমাধ্যম কর্মীরা গাজীপুর মহানগরীর বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নিরাপদ খাদ্য ও বাজার মনিটরিং করা, ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং স্থানের ব্যবস্থা, ফুটপাত দখলমুক্তকরণ, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ'সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন প্রশ্ন-উত্তরে গাসিক প্রশাসক বলেন, ‘৫ আগস্টের পর গাজীপুর সিটি করপোরেশনের ঠিকাদাররা কাজ ছেড়ে চলে গিয়েছিলেন। আমি তাদের ডেকে এনে সভা করেছি। তাদের বলেছি, আপনারা কাজ করেন, আমি টাকার ব্যবস্থা করব। তখন তারা কাজ শুরু করেন। ফলে এখন উন্নয়নমূলক কাজ চলছে। ১০০ বিঘা জমির ব্যবস্থা করা হচ্ছে। এই জমিতে ময়লা ফেলার জন্য ডাস্টবিন করা হবে। মশার ওষুধ, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, বিনোদন পার্ক, খেলার মাঠ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে পরিকল্পনার করা হয়েছে।’ সাম্প্রতিক ৮০ কোটি টাকার ছোট ছোট রাস্তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ যত বেশি তথ্য জানবে, তত বেশি উপকার হবে।’ তিনি অবাধ তথ্য প্রদানে নিশ্চয়তা প্রদান করা হবে উল্লেখ করে বলেন, প্রতিটি প্রকল্পে সাইনবোর্ড থাকবে প্রয়োজনীয় তথ্যসহ। এতে জবাবদিহি নিশ্চিত হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনে একজন পূর্ণকালীন প্রশাসক দরকার। জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসার পূর্ব পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক বিশেষ প্রয়োজন। 

মতবিনিময় সভায় গাসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ (টঙ্গী অঞ্চল) মো. জহিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ) সুদীপ বসাক, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ

বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী