মেরিটাইম অ্যাডভাইজরি কমিটির অজান্তে অবৈধভাবে ৪০ জনের তালিকা প্রকাশের অভিযোগ

মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের থেকে মেরিটাইম অ্যাডভাইজরি কমিটির অজান্তে গোপনে অবৈধভাবে ৪০ জনের তালিকা প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বোর্ডের কারো স্বাক্ষর না নিয়ে গোপনে সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের (সিবিএ) সভাপতি সৈয়দ আরিফ হোসেন এ অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, বিভিন্ন জাহাজ মালিক ও এজেন্সীর উদৃতিক্রমে নবীন নাবিকের সংকট দেখিয়ে অধ্যক্ষ তাহার অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৪০ জন নবীন নাবিক (রেটিংস) নির্বাচন বৈধ করার জন্য অনিয়মের আশ্রয় নিয়েছে। সরকারী শিপিং অফিসের প্রাপ্ত সর্বশেষ নাবিকের পরিসংখ্যান থেকে জানা যায়, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণ প্রাপ্ত ৩১৩ জন নবীন নাবিক এখন জাহাজে যাওংয়ার জন্য অপেক্ষায় আছে। মোট ৪৮৬৬ জন নাবিকের মধ্যে ২১০৬ জন দক্ষ নাবিকও চাকরিতে যাওয়ার জন্য অপেক্ষমাণ (শিপিং অফিসের পরিসংখ্যানের ফটোকপি সংযুক্ত) ব্রেড রয়েল, ভ্যান গার্ড ও অন্যান্য বড় এজেন্সিগুলোতেও তাদের নিজস্ব রোস্টারে যে নবীন নাবিক রয়েছেন, আগামী এক দেড় বছরের তাহাদেরকে জাহাজে উঠানো সম্পন্ন হবে না। অবৈধভাবে ৪০ জন নবীন নাবিক (রেটিংস)-এর নির্বাচন প্রত্যাহার করার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিকট দাবি জানান।
তিনি বলেন, বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন বাংলাদেশি নাবিকদের (বিএসসি ব্যতীত) একমাত্র সিবিএর সংগঠন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জন্ম থেকেই বাংলাদেশের পতাকাবাহী ব্যক্তি মালিকানার জাহাজ ও বিদেশি পতাকাবাহী জাহাজ মালিকদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিপত্রের মাধ্যমে নাবিকদের স্বার্থরক্ষা ও তাদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।
সাধারণ সম্পাদক মো. শাহজাহান হোসেন বলেন, ১৩তম ব্যাচ থেকে ২৩ ব্যাচ পযর্ন্ত যথা নিয়মে রিক্রুটিং করলেও ২৩তম ব্যাচে এসে অনিয়মের আশ্রয় নিলেন অধ্যক্ষ। ২৮ ডিসেম্বর নাবিক নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করলেও গত ৫ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ে ৬ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষায় ৯০ জনের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন। ৭ ফেব্রুয়ারি মেডিকেলসহ সকল কার্যাদি সম্পন্ন করে জনপ্রতি ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে লকডাউনের কারণে প্রশিক্ষণ শুরু করা যায়নি। এরমধ্যে সাড়ে তিন মাস পর লিখিত পরীক্ষায় সম্পূর্ণভাবে অকৃতকার্য ৪০ জনকে কাউকে না জানিয়ে নির্বাচন করাটা সম্পূর্ণ অবৈধ। ৪০ জনের নির্বাচন প্রত্যাহার করতে ১৬ মে চিঠি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষযক সম্পাদক আবদুল আহাদ, চট্টগ্রাম মহানগর সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের (জাতীয শ্রমিক লীগ) সভাপতি গাজী জসিম উদ্দীন, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদিকা লায়লা আকতার এটলি এবং চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ নাবিকগণ।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
