ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মেরিটাইম অ্যাডভাইজরি কমিটির অজান্তে অবৈধভাবে ৪০ জনের তালিকা প্রকাশের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৬:১৬

মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের থেকে মেরিটাইম অ্যাডভাইজরি কমিটির অজান্তে গোপনে অবৈধভাবে ৪০ জনের তালিকা প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বোর্ডের কারো স্বাক্ষর না নিয়ে গোপনে সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের (সিবিএ) সভাপতি সৈয়দ আরিফ হোসেন এ অভিযোগ করেন।

তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, বিভিন্ন জাহাজ মালিক ও এজেন্সীর উদৃতিক্রমে নবীন নাবিকের সংকট দেখিয়ে অধ্যক্ষ তাহার অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৪০ জন নবীন নাবিক (রেটিংস) নির্বাচন বৈধ করার জন্য অনিয়মের আশ্রয় নিয়েছে। সরকারী শিপিং অফিসের প্রাপ্ত সর্বশেষ নাবিকের পরিসংখ্যান থেকে  জানা যায়, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণ প্রাপ্ত ৩১৩ জন নবীন নাবিক এখন জাহাজে যাওংয়ার জন্য অপেক্ষায় আছে। মোট ৪৮৬৬ জন নাবিকের মধ্যে ২১০৬ জন দক্ষ নাবিকও চাকরিতে যাওয়ার জন্য অপেক্ষমাণ (শিপিং অফিসের পরিসংখ্যানের ফটোকপি সংযুক্ত) ব্রেড রয়েল, ভ্যান গার্ড ও অন্যান্য বড় এজেন্সিগুলোতেও তাদের নিজস্ব রোস্টারে যে নবীন নাবিক রয়েছেন, আগামী এক দেড় বছরের তাহাদেরকে জাহাজে উঠানো সম্পন্ন হবে না। অবৈধভাবে ৪০ জন নবীন নাবিক (রেটিংস)-এর নির্বাচন প্রত্যাহার করার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিকট দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়ন বাংলাদেশি নাবিকদের (বিএসসি ব্যতীত) একমাত্র সিবিএর সংগঠন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জন্ম থেকেই বাংলাদেশের পতাকাবাহী ব্যক্তি মালিকানার জাহাজ ও বিদেশি পতাকাবাহী জাহাজ মালিকদের সাথে দ্বিপাক্ষিক চুক্তিপত্রের মাধ্যমে নাবিকদের স্বার্থরক্ষা ও তাদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।

সাধারণ সম্পাদক  মো. শাহজাহান হোসেন বলেন, ১৩তম ব্যাচ থেকে ২৩ ব্যাচ পযর্ন্ত যথা নিয়মে রিক্রুটিং করলেও ২৩তম ব্যাচে এসে অনিয়মের আশ্রয় নিলেন অধ্যক্ষ। ২৮ ডিসেম্বর নাবিক নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করলেও গত ৫ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ে ৬ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষায় ৯০ জনের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন। ৭ ফেব্রুয়ারি মেডিকেলসহ সকল কার্যাদি সম্পন্ন করে জনপ্রতি ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে লকডাউনের কারণে প্রশিক্ষণ শুরু করা যায়নি। এরমধ্যে সাড়ে তিন মাস পর লিখিত পরীক্ষায় সম্প‍ূর্ণভাবে অকৃতকার্য  ৪০ জনকে কাউকে না জানিয়ে নির্বাচন করাটা সম্প‍ূর্ণ অবৈধ। ৪০ জনের নির্বাচন প্রত্যাহার করতে ১৬ মে  চিঠি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষযক সম্পাদক আবদুল আহাদ, চট্টগ্রাম মহানগর সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের (জাতীয শ্রমিক লীগ) সভাপতি গাজী জসিম উদ্দীন, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদিকা লায়লা আকতার এটলি ‍এবং চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ নাবিকগণ।

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ