কেরানীহাটে অটোরিকশা চালকদের সংঘাত, প্রাণহানিতে রূপ নেয়ার আশংকা

চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তারের জের ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালকের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয়রা এবং কয়েকজন চালক ঘটনা সম্পর্কে খুলে বলেন।বুধবার (১৯মার্চ) দুপুরে উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উভয় পক্ষ থেকে ছয় জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন আয়ুব আলী, নাছির উদ্দিন, মো. আরিফ, কোরবান আলী, আবুল কালাম ও জানে আলম। জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আয়ুব আলীকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাট-বান্দরবান সড়ক ও সাতকানিয়া-বাঁশখালী সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার আলাদা দুটি সমিতি রয়েছে। দুই সমিতির অটোরিকশা কেরানীহাট এলাকায় আলাদা দুটি জায়গায় গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করে। দুই সমিতির সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুর একটার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কে চলাচলকারী একটি অটোরিকশাকে যানজট সৃষ্টির দায়ে লাঠি দিয়ে আঘাত করেন সাতকানিয়া-বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশার একজন লাইনম্যান।
পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের চালকদের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
কেরানীহাট-বান্দরবান সড়কে চলাচলকারী অটোরিকশার চালক কালাম জানান, ইচ্ছে করে তাঁরা বিবাদ সৃষ্টি করেছেন। আমাদের চালকদের মারধর করেছেন। সাতকানিয়া-বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশা চালক সমিতির সভাপতি আরিফুল ইসলাম বলেন, সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় আমাদের একজন গাড়িটি সরিয়ে নেয়ার জন্য বলেছিল। এতে তাঁরা দলবদ্ধ হয়ে আমাদের চালকদের উপর হামলা করেছেন। তাদের হামলায় আমাদের ছয় সাতজন আহত হয়েছেন।
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. খাইরুল হাসান জানান, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো কোনো পক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই দুই গ্রুপের মাঝে ২০২৩সালেও একই ইস্যু নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছিলো,এবং সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছিল এবং বেশকয়েকটি গাড়ী ভাংচুর ও একগ্রুপের সমিতির অফিসও ভাংচুর লুটপাট করেছিল।
কেরানীহাটের স্থানীয় চেয়ারম্যান ও তৎকালীন সাবেক চেয়ারম্যান এই দুই গ্রুপ নিয়ন্ত্রণ করতো,এখন আওয়ামী সরকারের পতনের পর বর্তমানে সক্রিয় বিশেষ রাজনৈতিক ছত্রছায়ায় বিশেষ সুবিধা নিয়ে তারা টিকে আছেন।
অনুসন্ধানে জানা গেছে,দুই গ্রুপেরই বশ্যতা স্বীকার করে কিছু নামধারী সাংবাদিক দুই গ্রুপ থেকেই মাসিক কিছু সুবিধার বিনিময়ে সবসময় শেল্টার প্রদান করেন।
এবং বেশ কয়েকজন নামধারী সাংবাদিকের নামে রয়েছে সিএনজি, তারা মহাসড়কে এবং এই সমিতি গুলোর কাছে পায় বিশেষ সুবিধা।
পুলিশ বক্স আর হাইওয়ে থানায় কখনো অটোরিকশা আটক হলে কথিত এই সাংবাদিকরা তদবিরের জন্য স্ব শরীরেও উপস্থিত হতে লজ্জাবোধ করেননা।
স্থানীয়রা বলেন,মূলত এই সমিতি গুলোর অবস্থান মহাসড়কে না করে যদি নির্দিষ্ট কোন স্পটে করেন তাহলে উভয়ের জন্য সুবিধা হয়,স্থানীয়রা আরো জানান সরকার বদল হলেও বদল হয়না এখানকার অটোরিকশা সমিতির গুলোর দাপট।
এমএসএম / এমএসএম

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
