ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আশুলিয়ায় সাংবাদিককে হত্যা চেষ্টার ঘটনায় 'সাভার উপজেলা সাংবাদিক সমিতি'র নিন্দা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ১২:৩৮

ঢাকার আশুলিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সেলিম রেজাকে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাভার উপজেলা সাংবাদিক সমিতির নেতারা।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় সাংবাদিক সেলিম রেজার চিকিৎসার খোঁজখবর নিয়ে শুক্রবার (২১ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির মুখপাত্র আহমেদ জীবন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান সাভার উপজেলা সাংবাদিক সমিতির অন্যতম সংগঠক সোহেল রানা ও আব্দুল্লাহ আল নোমান।

একইসঙ্গে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে যাবতীয় প্রতিবন্ধকতা রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানায় সংগঠনটি। 

যৌথ বিবৃতিতে সাভার উপজেলা সাংবাদিক সমিতির নেতারা বলেন, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের সামনে দৈনিক সংবাদ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সেলিম রেজাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত ওই সাংবাদিককে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কিছুটা সুস্থ হয়ে বর্তমানে তিনি আশুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার ইফতারের পূর্বে সড়কে যানজটের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হন। তার সঙ্গে ছিলেন কালের পরিবর্তন পত্রিকার সুজন আহাম্মেদ এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার শরিফুজ্জামান ফাহিম। তথ্য সংগ্রহ শেষে তারা চলে গেলেও সেলিম রেজা পুলিশের সামনে চাঁদাবাজদের ভিডিও ধারণ করতে গিয়ে তাদের আক্রমণের শিকার হন। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে এবং তার মোবাইল ফোন, নগদ টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। জামগড়া এলাকার জনৈক জহিরুল ইসলাম, খোকা ভূঁইয়া, রাকিব মোল্লা, মৃদুল, রিংকু, সাব্বির, রিপন, রায়হান, মিলনসহ ২০-২৫ জন সন্ত্রাসী আক্রমণকারী সেলিম রেজার ওপর হামলা চালায়।

বিবৃতিতে সাভার উপজেলা সাংবাদিক সমিতির নেতারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য নয়। জনৈক জহিরুল ইসলাম ও খোকা ভূঁইয়াসহ তার সহযোগীদের এ ধরনের হিংস্র আচরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বাক স্বাধীনতার পাশাপাশি মুক্ত গণমাধ্যমকেও কলুষিত করে এসব কর্মকাণ্ড। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি