ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নাটোরের বাগাতিপাড়া তরুণীকে গণধর্ষণ অভিযোগে আটক-৪


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:২৭

নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বুধবার দুপুরে আসামিদের আসামিদের আদালতের পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকা থেকে ৩ জন ও বাগাতিপাড়ার উপজেলার হাটদোল গ্রাম থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে এদিন সকালে ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ওই ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইলে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত আসামি মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান অভিযুক্ত মেহেদী। এ সময় ওই তরুণীর কক্ষে শারীরিক সম্পর্ক করেন তিনি। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন অন্য আসামিরা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেন অভিযুক্ত মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেননি মেহেদী। পরে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার থানায় ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ভূক্তভোগী তরুণী থানায় এসে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দিনে ও রাতে অভিযুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।’ 
আজ দুপুরে আসামিদের আদালতের নেওয়ার হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ

বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী