নাটোরের বাগাতিপাড়া তরুণীকে গণধর্ষণ অভিযোগে আটক-৪
নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আসামিদের আসামিদের আদালতের পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকা থেকে ৩ জন ও বাগাতিপাড়ার উপজেলার হাটদোল গ্রাম থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে এদিন সকালে ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ওই ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইলে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত আসামি মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান অভিযুক্ত মেহেদী। এ সময় ওই তরুণীর কক্ষে শারীরিক সম্পর্ক করেন তিনি। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন অন্য আসামিরা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেন অভিযুক্ত মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেননি মেহেদী। পরে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার থানায় ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ভূক্তভোগী তরুণী থানায় এসে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দিনে ও রাতে অভিযুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।’
আজ দুপুরে আসামিদের আদালতের নেওয়ার হয়।
এমএসএম / এমএসএম
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া