ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বসুন্ধরা গ্রুপের সাথে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ফিনল্যান্ডের ব্যবসায়ীরা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৪:৫৫

বসুন্ধরা গ্রুপের সাথে হেভি ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি হস্তান্তর, রিনায়েবল এনার্জি, স্বাস্থ্য – সেবা এবং টেকসই উন্নয়ন খাতে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী  উত্তর ইউরোপীয় দেশ ফিনল্যান্ডের বিনিয়োকারীরা। বর্তমানে দেশটির বিনিয়োগকারিদের নিয়ে ঢাকা সফররত দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা এই আগ্রহ প্রকাশ করেছেন।
 
বুধবার সকালে ঢাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে  ফিনল্যান্ডের ব্যবসায়িক প্রতিনিধি দলের বসুন্ধরা গ্রুপের বৈঠক শেষে রাষ্ট্রদূত কিমো বলেন, “বসুন্ধরা গ্রুপের ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিনিশ কোম্পানির সাথে যুক্ত আছে যারা কার্যক্রম সম্প্রসারণ করতে আগ্রহী”।
 
রাষ্ট্রদূতসহ বিজনেস ফিনল্যান্ডের প্রতিনিধিদলকে স্বাগত জানান বসুন্ধরা গ্রুপের সেক্টর সির চীফ অপারেশন অফিসার শাহেদ জাহিদ।ফিনিশ প্রতিনিধিদলে ছিলেন - কুলব্রুকের প্রকল্প পরিচালক শ্রীনিবাসন শ্রীরামুলু, এলেম্যাটিকের সন্দীপ কুমার, কোনেক্রেনসের কান্ট্রি ডিরেক্টর রতন বিশ্বাস, মিরাসিসের ব্যবস্থাপনা পরিচালক অরিন্দম দাস সরকার, রুটা ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা কুমার অভিজিৎ, ওয়ার্টসিলার সাইফুল ইসলাম, ওয়্যারপাসের আঞ্চলিক প্রধান মারুথি মাল্লেপাল্লি, ফিনল্যান্ড দূতাবাসের আন্টি হেরলেভি এবং লিরিস মাত্তা, বিজনেস ফিনল্যান্ডের আঞ্চলিক পরিচালক গিটা পেরেজ, পাইভি মাহোনেন এবং ধর্মেশ শরণ।
 
দ্বিপাক্ষিক আলোচনার পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত। ফিনিশ প্রতিনিধিদল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।রাষ্ট্রদূত কিমো বলেন, ফিনল্যান্ড এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের একটি ব্যবসায়িক প্রতিনিধিদলও রয়েছে। বসুন্ধরা গ্রুপে সাথে আজকের বৈঠটি গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রযুক্তি, টেকসই নির্মাণ, প্রকৌশল, জ্বালানি এবং টেকসই উন্নয়নের উপর আলোকপাত করা হয়েছে।
 আইসিটি এবং টেকসই উন্নয়ন এমন দুটি ক্ষেত্র যেখানে ফিনল্যান্ডের শক্ত অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এখন বলার সময় আসেনি,”
বসুন্ধরা গ্রুপের সেক্টর সির চীফ অপারেশন্স অফিসার শাহেদ জাহিদ বলেন, ফিনিশ প্রতিনিধিরা বৈঠকে বসুন্ধরা গ্রুপের সাথে সহযোগিতার সম্ভাব্য দিকগুলি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “মূলত, আমরা পেপার ও সিমেন্ট সেক্টর, প্রি-কাস্ট বিল্ডিং এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। তারা আমাদের সাথে ব্যবসায় আগ্রহী। তারা জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক সিস্টেমকে বৈদ্যুতিক সিস্টেমে প্রতিস্থাপনের জন্য সিমেন্ট সেক্টরে প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করেছেন, যা খুবই আশাব্যঞ্জক।”
‘এই মুহূর্তে বাংলাদেশে সল্পসুদে ঋণের অভাব রয়েছে যেখানে ফিনিশ সরকার দ্বিপাক্ষিক বিনিয়োগ কাঠামোর মাধ্যমে আমাদের সাথে সহযোগিতা করতে পারে’- বলে আশা প্রকাশ করেন শাহেদ জাহিদ।
তিনি বলেন, কাগজ, কেমিক্যাল, প্রযুক্তি এবং চিকিৎসা খাতে তাদের টেকনলজি ও ইকুইপমেন্ট শেয়ার করার বিষয়ে ফিনিশ প্রতিনিধির আগ্রহ রয়েছে।  আজকের বৈঠক খুবই আশাব্যঞ্জক। অর্থনীতির উপর আস্থা বৃদ্ধির কারণে ব্যবসায়ী নেতাসহ বিদেশী প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন,” তিনি আরও বলেন।
বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি মোস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কেএম জাহিদ উদ্দিনসহ বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিএমইউতে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ অনুষ্ঠিত

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি-এর যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডের যাত্রা শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী পালন

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ