ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সাতকানিয়া- মাদকসেবনের বাহানায় দূর্বৃত্তরা পুঁড়িয়ে দিলো ঘরবাড়ি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-৪-২০২৫ রাত ৯:১২

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকসেবনের বাহানায় উত্তেজিত জনতা নামধারী কিছু দূর্বৃত্ত পূর্বপরিকল্পিত ভাবে এক অসহায় ব্যক্তির পরিবারকে, মারধর করে বের করে দিয়ে জিনিসপত্র লুট করে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দিয়ে বসতভিটি পুঁড়িয়ে দিয়েছে। 

বুধবার বিকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শান্তিরঘোনা এলাকার নুরুল ইসলামের বসতভিটায় সরেজমিনে পরিদর্শন গেলে  এই ঘটনা সম্পর্কে জানা যায়। ঘটনায়  আহতরা হলেন একই এলাকার  কুতুবউদ্দিন ও নুরুল ইসলামের ছেলে মেয়েও  স্ত্রীসহ ৪জন। ভুক্তভোগী নুরুল ইসলাম ও কুতুব উদদীনের  মা ফাতেমা বেগম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। 

সাতকানিয়া থানায় দায়ের করা এজাহারে ফাতেমা বেগম বলেন, আমার পৈতৃক সম্পত্তি নিয়ে বহুদিন ধরে আমার ভাই এবং ভাতিজা ও ভাতিজার পুত্রবধূদের সাথে বিরোধ চলে আসছিলো,তারা বিভিন্ন ভাবে নামে বেনামে আমার পরিবার এবং আমার ছেলের বসতবাড়ি নিয়ে কুৎসা রটিয়ে আসছিল।সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় আমার ভাই আবুল কাশেমের  ছেলে মো: ওসমান,ফোরকান,আনোয়ার এবং ওসমানের স্ত্রী পিংকি আক্তাররাসহ আরো বেশ কয়েকজন বহিরাগত লোকজন এনে সকাল বেলা দুই দফায় জমির বিরোধকে কেন্দ্র করে আমার ছেলের বউ এবং নাতি নাতনীদের মারধর করেন।

পরে বিকাল বেলা আমার আরেক ছেলে কুতুবউদদীনকেসহ আমার ছেলে নুরুল ইসলামের স্ত্রীকে ব্যাপক মারধর করে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।ফাতেমা বেগম আরো অভিযোগ করে বলেন,  জমিজমার বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমার ছেলে নুরুকে মাদকসেবি ও মাদকবিক্রেতা তকমা দেয় আমার আপন ভাইয়ের ছেলেরা।ফাতেমা বেগম আরো বলেন, শুধু তাই নয় আমাদের তারা ঘর পুড়িয়ে দেয়ার আগে প্রকাশ্যে ফেসবুকে ছেড়ে বের করে দিয়ে মারধর করে এক গ্রুপ আরেক গ্রুপে লুটপাট ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেন।

এদিকে ফাতেমা বেগমের ছেলে ঘটনায় আহত কুতুবউদ্দিন বলেন আমার ভাইয়ের প্রায় ৩লক্ষ টাকা ক্ষতিসাধন করেছে আমার মামাত ভাইরা।ঘটনায় আমরা থানা পুলিশের তেমন  সহযোগিতা পাচ্ছিনা এবং আমরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছি,আমরা আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করব। তবে সাতকানিয়া থানায়ও গিয়েছি রাতে।

এদিকে ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন,ঘটনার বিষয়ে শুনছি ভুক্তভোগীদের অভিযোগ জমা দেয়ার জন্য আমি নিজেই কথা বলেছি ওরা এখনো আসেনি,আসলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে।বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে লাইভ প্রচার হওয়ায় স্থানীয় সচেতন মহল মনে করেন,মবের মতো এসব ঘটনাকে যদি প্রকাশ্য ফেসবুকে দিয়ে লাইভ প্রচার করা হয় তাও আবার ভুক্তভোগীর বিরুদ্ধে মাদকের তকমা লাগিয়ে তাহলে আইন নিজের হাতে তোলে নেয়ার মত আরো অহরহ ঘটনা ঘটবে।

সচেতন মহলের দাবী, দোষী হলে তাকে আইনের আওতায় আনা লাগবে প্রকাশ্যে তার বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অধিকার কেউ রাখেনা এটা ফৌজদারি গুরুতর অপরাধ।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

ব্রিতে আরসিজিএস প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সহায়তা বদলে গেছে কুড়িগ্রাম কারাগারের চিত্র

ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কতৃক মানবিক সহায়তা প্রদান

গাকৃবি’র সাথে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোংয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম

লালমনিরহাটের পেপার এজেন্ট সাকির আলম-এর ইন্তেকাল

ভাড়া বাড়লেও সেবা তলানীতে মাতব্বর ঘাটে: ক্ষুব্ধ যাত্রীরা

পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমান বরাবর আবেদন

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার হয়রানির প্রতিবাদে ঘের ব্যবসায়ীদের মানববন্ধন

ক্ষেতলালে ৫২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও খাদ্য উপকরণ বিতরণ

নাটোরে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলো যুবলীগ নেতা