ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পাবনা প্রেসক্লাবে স্মরণসভা

মানুষের কল্যাণে আজিজুল হক ও আব্দুল মজিদ মানুষের কল্যাণে সাংবাদিকতা করে গেছেন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ৪:১৯

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আজিজুল হক ও কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ দুদু অনুসন্ধানী, প্রথিতযশা, সৎ ও নির্ভীক সাংবাদিক ছিলেন। তারা পেশাদারিত্বের সঙ্গে মানুষের কল্যাণে সাংবাদিকতা করে গেছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে আজিজুল হকের ৫৫তম ও আব্দুল মজিদ দুদুর ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ এসব কথা বলেন। 
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল অনুষ্ঠান পরিচালনা করেন। স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। 
তাদের জীবনী তুলে ধরে শিবজিত নাগ বলেন, তাদের লেখনির মাধ্যমে জেলায় অনেক কিছু পরিবর্তন ও উন্নয়ন হয়েছিল। বহু সাংবাদিক তৈরি করে গেছেন তারা। তাদের অবদান ভুলে যাবার নয়। তাদের ভালো আচার-আচরণের মাধ্যমেই মানুষের মনিকোঠায় চীরদিন বেঁচে থাকবেন। এদের মত কীর্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। 
তিনি আরও বলেন, একাধিক মিডিয়ায় কাজ করলেও অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে গেছেন। অন্যায়ের সঙ্গে  কোনদিন আপস করেননি। পাবনার বুকে তাদের মতো সাংবাদিকের এখন বড়ই অভাব। তাদের মতো সাংবাদিক খুব প্রয়োজন। যাতে পাবনা জেলার সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনতে পারেন। প্রেসক্লাব নিয়ে গর্ব করলে তাদের দুইজনকে নিয়ে করা যায়। পরিশেষে তাদের আত্মার শান্তি কামনা করেন।
এসময় আরও বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, মরহুম আজিজুল হকের ছেলে নাজমুল হক পিপলু, মরহুম আব্দুল মজিদ দুদুর ফুফাতো ভাই এসএম সোহেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, মরহুম আজিজুল হকের নাতি আগা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একুশে টেলিভিশন মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব  মোর্শেদ বাবলা। এছাড়া পাবনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ও মরহুমদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। 
একেএম আজিজুল হক ১৯১৯ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে ১২ এপ্রিল হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য ও পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাক হিতৈষীর সম্পাদক ও পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি পাস করেন। তিনি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী ছিলেন। নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূুিমকা পালন করেছেন। ১৯৬৫ সালে পাবনার মহিলা কলেজ প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা ছিল। ২০১২ সাল থেকে পাবনা প্রেসক্লাবে একেএম আজিজুল হক স্মৃতি সাংবাদিকতা পুরস্কার দেয়া হয়ে থাকে।
আব্দুল মজিদ দুদু জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালের ৪ এপ্রিল পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের চরবভানীপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। ২০১৫ সালের ৪ এপ্রিল স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি পর্যায়ক্রমে  বাংলাদেশ টেলিভিশন, দিগন্ত টেলিভিশন ও ইউএনবি দৈনিক সংগ্রাম, দৈনিক নয়াদিগন্ত এর পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পাবনার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে তিনি সদা হাস্যোজ্জ্বল ও প্রিয়ভাজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

এমএসএম / এমএসএম

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক