ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বেওয়ারিশ কুকুরের আক্রমণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু-জনমনে উদ্বেগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১২:৪২

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়েছে সাত বছর বয়সী এক শিশু। লেমশীখালী ইউনিয়নের করলা পাড়া গ্রামের বাসিন্দা আবদুল করিমের ছেলে আবদুল আজিজ (৭) বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তার নানার বাড়ি কাজির পাড়া বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনার শিকার হয়।
‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বিস্কুট হাতে বেড়িবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি বেওয়ারিশ কুকুরের দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো শিশুটিকে টেনেহিঁচড়ে সৈকতের দিকে নিয়ে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কামড়ে গুরুতর জখম করে। শিশুটির আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দা আবু তালেবের ছেলে সলিমুল্লাহ ও তার মা সালমা বেগম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।
‎‎তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তবে অর্থসংকটের কারণে শিশুটিকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা শাহেদ এর সহযোগিতায় প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধপত্র কিনে শিশুটির চিকিৎসা আপাতত বাড়িতেই চালিয়ে যাচ্ছে পরিবার।
‎‎এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। 

এলাকাবাসী জানান, গত কয়েক মাসে এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। কুকুরের দল রাস্তা ,বাজার ও স্কুলসংলগ্ন এলাকায় আক্রমণাত্মক আচরণ করছে। 

স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, কুতুবদিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় মাত্রাতিরিক্ত বেওয়ারিশ কুকুরের উৎপাতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের চলাফেরা করা ঝুকিপূর্ণ। ঘুমন্ত প্রশাসনের টনক নড়ছে না, কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন বলেন, “এভাবে শিশুদের জীবন হুমকির মুখে পড়ে যাবে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়। বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনদিন বাড়ছে এবং প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”

‎‎স্থানীয় সালমা বেগম জানান, “আমরা প্রতিদিন আতঙ্কে থাকি। বিশেষ করে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানো কঠিন হয়ে গেছে। প্রতিদিন শিশু ও বৃদ্ধরা ঘর থেকে বের হতে পারছে না। প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পর্যাপ্ত রেবিস ভেকসিন না থাকায় দ্রুত চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ রোগীদের।
তবে গত কয়েক বছরে উপজেলায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। 

এ বিষয়ে জানতে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। দ্রুত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন