ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ত্রিশালে ক্যান্সার প্রতিরোধক করোসল গাছের পাতা


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ২:৩৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কৈইতর বাড়ি গ্রামের বিদেশ ফেরত রফিকুল ইসলাম ক্যান্সার প্রতিরোধক হিসাবে পরিচিত করোসল ও ননী ফলের গাছ রোপণ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। 

তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে পরিচিত পাওয়া ঔষুধী গাছ করোসল ও ননী ফলেরসহ বিভিন্ন প্রজাতির ঔষুধি বাগান করেছেন। তার এই পাঁচ একর জমিতে রয়েছে ১৩টি করোসল ও ৩০০ ননী ফল গাছসহ বিভিন্ন প্রজাতির রয়েছে। 

সম্প্রতি নেট দুনিয়ায় করোসল ও ননী ফলে গাছ নিয়ে  খবর প্রচারের পর ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীর স্বজনরা এ গাছের ফল ও পাতা সংগ্রহে হুলুস্থুল শুরু করেন প্রতিদিন অনেকেই। বিষয়টি স্বীকার করে ঔষধি বাগানের মালিক বিদেশ ফেরত রফিকুল ইসলাম তিনি বলেন, শুক্রবার (১৮ এপ্রিল) দেশের বিভিন্নস্থানের ১৬ জনকে ২৫ টি করে পাতা কুরিয়ারে করে পাঠানো হয়েছে। তাছাড়া তিনি আরো বলেন, ঢাকার বড় বড় ঔষুধ কোম্পানীর ডিলার আছে, উনার আমার কাছ থেকে এসে নিয়ে যায়। 

আমি দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়েছি। তখন সেখানে দেখেছি করোসল ও ননী ফলের গাছ কতটা মূল্যবান। বিদেশে থাকা অবস্থায় চিন্তা করেছি দেশে ফিরে ঔষুধী বাগান করবো। ২০১৮ সালে প্রথমে এখানে কমলা ও খেজু বাগান করে ছিলাম। কিন্তু সফল হতে পারিনি, তাই স্থির চিন্তা করলাম এই জমিতে ঔষুধি বাগান করবো। 
প্রথমে চারটি ছোট করোসল গাছ ও ৫০টি ননী ফলের গাছ রোপণ করি। সেখান থেকে আজ ১৩ টি করোসল ও ৩০০টি ননী ফল গাছসহ অসংখ্য ঔষুধী গাছ আছে আমার বাগানে। গত দুই বছর ধরে ফল ও গাছের পাতা বিক্রি হয়।
প্রতিটি করোসল ফলের ওজন হয় ৪শ থেকে এক কেজি।
 
করোসল অ্যানোনা মিউরিকাটা গোত্রের একটি ফল যা অনেক ক্ষেত্রেই ক্যামোথেরাপির কাজ করে থাকে। ক্যানসার প্রতিষেধক হিসেবে এ ফলের পক্ষে বিশেষজ্ঞদের বহুবিদ মতামত পাওয়া যায়। অনেক দেশেই এ ফলটি ক্যানসার প্রতিরোধক ফল হিসেবে পরিচিত। এটি ক্যান্সার
কোষে শক্তি সরবরাহ বন্ধ করে দেয় এবং রক্তপ্রবাহ আটকে দেয়।

সরেজমিন রফিকুল ইসলামের কৃষি খামার পরিদর্শন করে দেখা গেছে, ১৪টি করোসল গাছের সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের ফুল ফুটেছে। ফুল ফোঁটার পর ‘লাভ’ আকৃতির তিনটি খোসা ফেটে গিয়ে ভেতর থেকে করোসল ফল বের হচ্ছে। ছোট ছোট করোসল ফলের পাশাপাশি বড় ফলও গাছে দেখা গেছে। কাঁঠালের মত কাঁটা যুক্ত সবুজ রঙের করোসল ফল। প্রতিটি ফলের ওজন হয় ৪শ গ্রাম থেকে এক কেজি। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান